Advertisement
E-Paper

শাসক দল, বিরোধী দল ‘পরিচালক’ রাজের উপরে ভরসা রাখুক, ‘হোক কলরব’ ছবিতে ভাল কিছুই দেখাব: রাজ

“‘হোক কলরব’ শব্দবন্ধে আমি ছাত্রদের গর্জন শুনতে পাই। যা যুগে যুগে সমাজের অন্যায়ের বিরুদ্ধে আছড়ে পড়েছে”, বললেন রাজ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ০৮:৪৭
‘হোক কলরব’ ফিরিয়ে আনছেন রাজ চক্রবর্তী?

‘হোক কলরব’ ফিরিয়ে আনছেন রাজ চক্রবর্তী? ছবি: ফেসবুক।

‘হোক কলরব’ শব্দবন্ধের জন্ম ঠিক ১১ বছর আগে। ২০১৪-য় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী একদল সহপাঠীর বিরুদ্ধে তাঁর শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে সময়ে তাঁর অভিযোগের যথাযথ গুরুত্ব দেননি। যার জেরে ওই বিশ্ববিদ্যালয়ের আর পড়ুয়াদের একটা বড় অংশ প্রতিবাদে মুখর হন। ক্রমে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্য ছাড়িয়ে গোটা দেশে, হ্যাশট্যাগ ‘হোক কলরব’ নাম নিয়ে। সে সময়ে এই শব্দবন্ধটি শাসক দল-বিরোধী আন্দোলনের মোক্ষম এক ‘প্রতিশব্দ’হয়ে উঠেছিল। ২০২৫-এ সেই শব্দবন্ধটিই শাসক দলের বিধায়ক-প্রযোজক-পরিচালক রাজ চক্রবর্তীর নতুন ছবির নাম হয়ে ফিরে আসতে চলেছে!

রাজ শাসক দলের বিধায়ক হয়ে বিতর্কিত এই নাম বেছে নিলেন কেন? দল যদি বিরোধিতা করে? প্রশ্ন ছিল আনন্দবাজার ডট কম-এর। শুনে একটুও থমকালেন না রাজ। বিধায়ক-পরিচালকের স্পষ্ট বক্তব্য, “আজ পর্যন্ত দল আমার কাজ নিয়ে কোনও কথা বলেনি। কোনও বাধার সৃষ্টি করেনি। আশা, আগামী দিনেও করবে না। কারণ, এই ছবি নিজের দলের মুখপত্র নয়। আবার বিরোধী দলের প্রতি কোনও বার্তাও নয়।” মৃদু হেসে তাঁর মত, “আমার অনুরোধ, শাসক দল, বিরোধী দল, দর্শক— সবাই ‘পরিচালক’ রাজের উপরে ভরসা রাখুন। ‘হোক কলরব’ ছবিতে ভাল কিছুই দেখাব।”

রাজ নতুন ছবি আনছেন। তাঁর ছবির নায়ক রোহন ভট্টাচার্য। এ কথা প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। সে সময়ে তিনি ছবির বিষয় নিয়ে নীরব ছিলেন। গণেশচতুর্থীর দিন রাজের প্রযোজক-অভিনেত্রী স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে তাঁর আনুষ্ঠানিক ঘোষণা, ২০২৬-এ তাঁর প্রথম ছবি হবে ‘হোক কলরব’। আনন্দবাজার ডট কমকে তিনি জানিয়েছেন, ছবিতে রোহন ছাড়াও থাকবেন ওম সাহনি, জন ভট্টাচার্য, অভীকা মালাকার-সহ ছোট ও বড়পর্দার চেনামুখের পাশাপাশি নবাগতরাও। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাংসদ পার্থ ভৌমিক, শাশ্বত চট্টোপাধ্যায়কে। ছবির শুটিং শুরু বৃহস্পতিবার থেকে। কলকাতা এবং আশপাশের অঞ্চল নিয়ে শুটিং করবেন তিনি, যে কারণে আগাম প্রস্তুতির একটি প্রশিক্ষণ পর্বও দিনসাতেক ধরে করিয়েছেন।

ছবির নাম ইঙ্গিত দিচ্ছে, ছবিতে রাজনৈতিক ছায়া থাকবে। ছবিতে কি যাদবপুর-কাণ্ডের ছায়া পড়বে? প্রশ্নের জবাবে রাজের দাবি, “গত দু’বছর ধরে ‘হোক কলরব’ নিয়ে ভেবেছি। কারণ, বাংলায় ছাত্র আন্দোলন নিয়ে খুব কম ছবি হয়েছে। আরও মনে হচ্ছিল, আগামী বছরেও যদি ছবিটা আনতে না পারি তা হলে আর কখনওই এই ছবি বানানো হবে না।” পাশাপাশি, এও স্বীকার করেছেন, ‘প্রলয়’ ছবিতে যে ভাবে ছাত্রদের কথা উঠে এসেছে এই ছবিতেও সেটাই হবে। “ছবির প্রথম ঝলক দেখলেই সেটা পরিষ্কার।” কিন্তু যাদবপুর-কাণ্ডের ছায়ায় ছবি তৈরি হবে কি না সে প্রসঙ্গে এখনই সবিস্তার জানাতে রাজি নন তিনি। জানিয়েছেন, সমাজে যখনই অন্যায় ঘটেছে তখনই ছাত্রসমাজ গর্জে উঠেছে। তেমনই কিছু কথা এই ছবির বিষয়। যার সঙ্গে অনেকে হয়তো অনেক কিছুর মিল পাবেন।

এ প্রসঙ্গে রাজের আরও বক্তব্য, “আমার ‘জোশ’ নামটাও পছন্দ ছিল। কিন্তু ‘হোক কলরব’ শব্দবন্ধে আমি ছাত্রদের গর্জন শুনতে পাই। যা যুগে যুগে সমাজের অন্যায়ের বিরুদ্ধে আছড়ে পড়েছে।”

Raj Chakrabarty Subhashree Ganguly hok kolorob New Film Rohaan Bhattacharjee Om Sahani John Bhattacharya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy