Advertisement
২৭ এপ্রিল ২০২৪
TollYwood

এ বার পুজোয় সিনেমা হলে দেখুন একগুচ্ছ নতুন বাংলা ছবি

এসভিএফ থেকে সুরিন্দর, উইন্ডোজ ইতিমধ্যেই নতুন ছবি মুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে বিভিন্ন হল মালিকদের সঙ্গে। অন্যদিকে হল মালিকদেরও প্রস্তুতি তুঙ্গে।

ঋতাভরী-মিমি-কোয়েল।

ঋতাভরী-মিমি-কোয়েল।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২০ ১৭:০৭
Share: Save:

পুজোর আগেই খুলে যাচ্ছে সিনেমা হল। আগামী ১৫ অক্টোবর থেকেই কনটেনমেন্ট জ়োনের বাইরে দেশের সব রাজ্যের সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্স খুলে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার এই নির্দেশে বলা হয়েছে, মোট আসনের ৫০ শতাংশ আসন নিয়ে খোলা যাবে প্রেক্ষাগৃহ। রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল ১ তারিখ অর্থাৎ আজ থেকে গাইডলাইন মেনে খোলা যেতে পারে প্রেক্ষাগৃহ। অবশেষে তা বাস্তবে রূপ দিতেই ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্যের সিনেমা হলগুলির মালিক এবং প্রযোজনা সংস্থা।

পুজোর বেশি দিন বাকি নেই। তাই পুজো রিলিজ কী কী হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন তাঁরা। এসভিএফ থেকে সুরিন্দর, উইন্ডোজ ইতিমধ্যেই নতুন ছবি মুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে বিভিন্ন হল মালিকদের সঙ্গে। অন্যদিকে হল মালিকদেরও প্রস্তুতি তুঙ্গে।

শোনা যাচ্ছিল, পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে আজ ঘরোয়া বৈঠকে বসার কথা ছিল নবীনা সিনেমা হলেন কর্ণধার নবীন চৌখানি, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিংহ রানে এবং পঙ্কজ লাডিয়ার। সেই ব্যাপারে জানতে চেয়ে নবীন চৌখানির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য বলেন, “এ রকম কোনও মিটিং ডাকা হয়নি ঠিকই তবে আমি ইতিমধ্যেই আমার হলকর্মীদের নিয়ে মিটিং করেছি। এসি মেশিন। প্রজেক্টর ঠিক রয়েছে কিনা, সব খতিয়ে দেখতে হবে।"

আরও পড়ুন: দেশব্যাপী খুলছে সিনেমা হল

সিনেমা হল খোলা হলেও টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে সংশয়। অনলাইন টিকিট বিক্রির অপশন রয়েছে ঠিকই, কিন্তু তা শুধুই মাল্টিপ্লেক্স এবং হাতেগোনা কয়েকটি সিঙ্গল স্ক্রিনের ক্ষেত্রে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বুক মাই শো সহ বিভিন্ন টিকিট অ্যাপের কাছে সিঙ্গল স্ক্রিনের মালিকেরা গোটা বুকিংই অনলাইন করার জন্য আবেদন করেছেন। নবীন চৌখানি জানালেন, ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা দেখালে সিটের বিন্যাসও বদলাবে। সেক্ষেত্রে নতুন ভাবে কী করা যেতে পারে তা নিয়ে ইতিমধ্যেই ‘বুক মাই শো’র সঙ্গে কথা বলেছেন তিনি।

পুজোতে আসছে মিমি-নুসরত এবং যশ দাশগুপ্ত অভিনীত ছবি ‘এস ও এস কলকাতা’।

এ বার প্রশ্ন হল পুজোয় হলে কী কী ছবি মুক্তি পাবে? এই প্রসঙ্গে এসভিএফের কর্ণধার মহেন্দ্র সোনি জানান, “এই মুহূর্তে যা অবস্থা তাতে সমস্ত দর্শকই বড় পর্দায় ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। পুজোতেই নতুন সিনেমা আনছি আমরা। আগামী ২৩ অক্টোবর মুক্তি পেতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য এবং মিমি চক্রবর্তী অভিনীত ‘ড্রাকুলা স্যর’”। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন কি আসছে এই পুজোয়? সৃজিত আগেই জানিয়েছিলেন, “এখনই বিগ বাজেটের এই ছবির হলমুক্তি সম্ভব নয়”। এ দিন ওই ছবির প্রযোজনা সংস্থা এসভিএফও জানিয়ে দেন, আপাতত পুজোতে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তির কোনও সম্ভাবনাই নেই।

আরও পড়ুন: পায়েলের হেনস্থা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ভারসোভা থানায় পৌঁছলেন অনুরাগ কশ্যপ

অন্য দিকে আর এক প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস জানিয়েছে , এই পুজোয় দর্শকের জন্য তাঁরা নিয়ে আসছেন আনকোরা দু’টি নতুন ছবি। ‘রক্তরহস্য’ এবং ‘লাভ স্টোরি’। কোয়েল মল্লিক অভিনীত ‘রক্তরহস্য’ মুক্তির কথা ছিল গত ১০ এপ্রিল। আদপে সাসপেন্স থ্রিলার এই ছবি করোনার কারণে পিছিয়ে যায়। এ দিন সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকে জানান হয়, আর অপেক্ষা নয়, পুজোতেই দর্শকের জন্য এই ডাবল ধামাকা নিয়ে আসছে সুরিন্দর।

পাশাপাশি শিবপ্রসাদ-নন্দিতার প্রযোজনা সংস্থা ‘উইন্ডোজ’ থেকে এই পুজোয় নতুন ছবি মুক্তি না পেলেও পুনরায় মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায়, ঋতাভরী চক্রবর্তী অভিনীত ওই ছবিটি হলে মুক্তির মাত্র ১০ দিন পরেই করোনার কারণে বন্ধ করে দিতে হয়। যদিও ওই ১০ দিনই বেশ ভালই ব্যবসা করেছিল ছবিটি। শিবপ্রসাদ জানালেন, “লকডাউনের সময় অনলাইনে এই ছবিটি মুক্তির জন্য আমার কাছে কিন্তু বেশ কয়েক বার অফার এসেছিল। আমি তাঁদের বলেছিলাম আমার ছেলেমেয়েরা অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছে। হল খুললে হলেই আবার রিলিজ করতে দিন ছবি।” অবশেষে তাই হচ্ছে, পুজোর আবহে ঋতাভরীর ‘দশহাত’ এবং ‘ব্রহ্মা জানেন’... দর্শকের সামনে আসছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

নবীন চৌখানি জানালেন, ইতিমধ্যেই উইন্ডোজের ‘ব্রহ্মা জানেন...’ এবং এসভিএফের ‘ড্রাকুলা স্যর’ নিয়ে তাঁর সঙ্গে এক প্রস্থ আলোচনা হয়েছে ওই দুই সংস্থার। পুজোতে নবীনা সিনেমা হলেও দেখা যাবে ওই দুই ছবি।

এ ছাড়াও পুজোতে আসছে মিমি-নুসরত এবং যশ দাশগুপ্ত অভিনীত ছবি ‘এস ও এস কলকাতা’। লকডাউনের পরেই এই ছবির শুটিং হয়েছে। এই ছবিতেই প্রযোজক হিসেবে অভিষেক ঘটেছে অভিনেত্রী এনা সাহার। শোনা যাচ্ছে, মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর ছবি ‘ধর্মযুদ্ধ’ও। তবে রাজের আর এক ছবি ‘হাবজি গাবজি’ মুক্তি পাবে ডিসেম্বরে। পুজোয় মুক্তি পাচ্ছে না অরিন্দম শীলের ছবি ‘মায়াকুমারী’।যদিও পুজোতেই হলে মুক্তি পাচ্ছে অঞ্জন দত্তের 'সাহেবের কাটলেট'।

সিনেমা হল খোলা প্রসঙ্গে এ দিন পরিচালক শিবপ্রসাদ বলেন, " হল খোলা যেমন ইন্ডাস্ট্রির কাছে আনন্দের খবর তেমনি হলে দর্শকদের সুরক্ষার কথাটাও এ বার মাথায় রাখতে হবে।" অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, " পুজো মানেই চারদিক থেকে পজিটিভ নানা ক্ষেত্র তৈরি হওয়া। তাই সিনেমা হল খুলছে। কম হলেও দর্শক ছবি দেখতে তো আসবে।"

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE