বক্স অফিস কাঁপাচ্ছে ‘কান্তারা ১’। ছবি দেখে মুগ্ধ দর্শক। একই অভিজ্ঞতা হয়েছিল ২০২২ সালে ‘কান্তারা’ নিয়েও। সেই ছবিও বক্স অফিসে আলোড়ন ফেলেছিল। মোট ২৩২ কোটি টাকার ব্যবসা করেছিল সেই ছবি। পরিচালক তথা অভিনেতা ঋষভ শেট্টির নিজের বিনিয়োগ ছিল এই ছবিতে। এ বার প্রকাশ্যে এল, ‘কান্তারা ১’-এর অভিনেতাদের পারিশ্রমিক তালিকা।
২০২২-এ মুক্তি পেয়েছিল ‘কান্তারা’। সেই ছবি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ৬০ কোটির টাকা ব্যবসা করেছিল। সেই একই রকমের নজির গড়ছে ‘কান্তারা ১’। ঋষভ শেট্টী ২০২২-এর ‘কান্তারা’ ছবিতে একটু অন্য ভাবে পারিশ্রমিক নিয়েছিলেন। অভিনেতা তথা পরিচালকের বক্তব্য, ছবি কেমন ফলাফল করে বা ব্যবসা করে তার উপরেই নির্ভর করবে তাঁর পারিশ্রমিক। অর্থাৎ ছবি যত বেশি ব্যবসা করবে, তিনিও তত বেশি পারিশ্রমিক পাবেন। সেইমতোই তিনি পারিশ্রমিক নেন। এও জানা যায়, সেই ছবিতে ১২৫ কোটি টাকার বিনিয়োগ করেছিলেন ঋষভ।
আরও পড়ুন:
‘কান্তারা’ অর্থাৎ প্রথম ছবির সাফল্যের পরে চার কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন ঋষভ। ছবির চিত্রনাট্য লেখা, পরিচালনা, অভিনয় তিনটেই করেছিলেন তিনি। ছবিটি এতটা সফল হবে নির্মাতারাও প্রথমে ভাবেননি। এই একই ধারা বজায় রাখথে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘কান্তারা ১’। এই ছবিতে ঋষভ ছাড়াও অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, সপ্তমী গৌড়া, গুলশন দেবাইয়া ও জয়রাম। প্রত্যেকেই এই ছবিতে অভিনয়ের জন্য ১ কোটি টাকার পারিশ্রমিক পেয়েছেন। তবে ‘কান্তারা ১’ ছবিতে ঋষভ কত বিনিয়োগ করেছেন আর কত তিনি পারিশ্রমিক পেতে চলেছেন তা এখনও পরিষ্কার নয়।
‘কান্তারা ১’ এখনও পর্যন্ত সারা বিশ্বের বক্স অফিসে ৬৪০ কোটি টাকার ব্যবসা করেছে। ভারতে এই ছবির বক্স অফিস সংগ্রহ ৪৫০ কোটি টাকা।