সঞ্জয় লীলা ভন্সালী কোভিড আক্রান্ত, বলিউড গত সপ্তাহে জানিয়েছিল এই খবর। টাটকা খবর, ক্রমশ সুস্থতার পথে তিনি। সব ঠিক থাকলে সম্ভবত চলতি মাসের শেষেই আবার শ্যুট শুরু হবে ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র।
মহারাষ্ট্রে আছড়ে পড়েছে অতিমারীর দ্বিতীয় ঢেউ। তার আঁচ এসে পৌঁছেছে টিনসেন টাউনেও। বেশ কিছুদিন অব্যাহতির পর পরপর করোনায় আক্রান্ত নীতু কপূর, রণবীর কপূর, সঞ্জয় লীলা ভন্সালী, গওহর খান, আশিস বিদ্যার্থী। খবর, অয়ন মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর সেটে শ্যুটিং করতে করতেই করোনা সংক্রমণ দেখা দেয় রণবীরের। সেই ছবির সেটে ছিলেন আলিয়া। একই সময়ে ‘গঙ্গুবাঈ’-এর পরিচালকও আক্রান্ত হন একই সংক্রমণে। খবর পাওয়া মাত্র স্বেচ্ছা নির্বাসনে চলে যান আলিয়া ভট্ট। কারণ, তিনি দুই তারকার সঙ্গেই কাজ করছিলেন এক সঙ্গে। কোভিডের পরীক্ষাও করান। চিকিৎসকের পরামর্শে বেশ কিছু দিন কাজ থেকে দূরে থাকার পর মঙ্গলবার অভিনেত্রী জানিয়েছেন, তিনি আবার কাজে ফিরছেন। সঞ্জয়ের ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন। তাঁর অংশের শ্যুটিং হবে আগামী মাসে।
গত মাসে, ভন্সালীর জন্মদিনের দিন প্রকাশ্যে আসে ছবির টিজার। ছোট্ট ঝলকে আলিয়ার অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ বি টাউন। ‘গঙ্গুবাঈ’ অভিনেত্রীর হাতে রয়েছে এসএস রাজামৌলির ‘ট্রিপল আর’। সেই ছবিতে আলিয়ার ‘সীতা’ লুক সামনে এসেছে ১৫ মার্চ তাঁর ২৮ তম জন্মদিনের দিন।