পেশায় তিনি অভিনেতা। কিন্তু প্রথম প্রেম গানবাজনাই। জন্মদিনে সেই প্রেমকেই ফিরিয়ে আনতে চলেছেন নতুন করে। ইউটিউব চ্যানেল খুলতে চলেছেন সৌরভ দাস। নিজের লেখা, সুর করা এবং গাওয়া গানের ভিডিয়ো পোস্ট করবেন সেখানে।
স্কুল জীবন থেকেই গান বাজনা তাঁর সঙ্গী। একাদশ শ্রেণিতে পড়তে পড়তে বন্ধুদের নিয়ে তৈরি করে ফেলেছিলেন ব্যান্ড। অভিনয়ে আসার পরেও জারি থেকেছে গানের চর্চা। এ বার ইউটিউবের মাধ্যমে নিজের তৈরি এবং গাওয়া গান পৌঁছে দেবেন অনুরাগীদের কাছে। সৌরভ বললেন, “আমার অভিনয় মানুষ দেখেছেন। এই চ্যানেলটি তৈরি করছি শুধুমাত্র আমার গানের জন্য। এখন অনেকেই আমাকে চেনেন। জিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ আমাকে গানের জন্য উৎসাহ দিয়েছেন। আমারও মনে হল গানবাজনার দিকে নতুন করে আবার মন দেওয়া উচিত।”
সব ঠিক থাকলে ১ মার্চ, তাঁর বাবার জন্মদিনে ইউটিউব চ্যানেলটি শুরু করবেন সৌরভ। নাম রাখতে পারেন ‘মন্টু অ্যান্ড দ্য পাইলটস’। এই নতুন উদ্যোগে সৌরভের সঙ্গী থাকবেন তাঁর বন্ধু কুন্তল দে।