শাহরুখ খানের সঙ্গে যে কোনও অনুষ্ঠানে দেখা যায় তাঁর আপ্তসহায়ক পূজা দদলানীকে। এ বার প্রকাশ্য মঞ্চে পরোক্ষে তাঁকে ‘খোঁচা’ দিলেন বলিউডের বাদশা। আরিয়ানের আসন্ন কাজের প্রচারে এসে কেন পূজাকে ‘খোঁচা’ দিলেন তিনি?
আরিয়ানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ়ে অন্যা সিংহ অভিনয় করেছেন এক তারকার আপ্তসহায়কের চরিত্রে। বুধবারের অনুষ্ঠানে শাহরুখের মুখোমুখি হন অন্যা। পর্দার আপ্তসহায়ককে প্রশ্ন করেন বলি তারকা। উত্তর শুনেই নিজের আপ্তসহায়ককে ‘খোঁচা’ দেন তিনি।
অন্যাকে শাহরুখের প্রশ্ন, “দেশের সবচেয়ে বড় তারকার আপ্তসহায়ক হিসেবে তুমি কী বলবে?” এর উত্তরে অন্যা বলেন, “অন্য কারও কথা শুনবেন না। মানবেন না। আপ্তসহায়ক ছাড়া আর কারও কথায় নাচবেন না। আমি যেটা বলব, সেটাই করবেন। তা ছাড়া, আর কিচ্ছু নয়।”
আরও পড়ুন:
রসিকতা করতে পারদর্শী শাহরুখ। অন্যার মন্তব্য শুনেই তিনি বলেন, “এটা একটু একতরফা হয়ে গেল না! ঠিক আমার পূজা যেমন করে থাকে।” শাহরুখের এই মন্তব্যে হাসির রোল ওঠে অনুষ্ঠানে। করতালিতে ভরে ওঠে প্রেক্ষাগৃহ।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে শাহরুখের আপ্তসহায়ক হিসেবে কাজ করছেন পূজা দদলানী। শাহরুখের যে কোনও কাজে তাঁর বড় ভূমিকা থাকে। পাশাপাশি, শাহরুখ ও গৌরীর সঙ্গে তাঁর ব্যক্তিগত ভাবেও সুসম্পর্ক রয়েছে বলে শোনা যায়।
এই দিন শাহরুখ তাঁর পুত্রের জন্য বলেন, “আমার পুত্রকেও ভালবাসবেন, ঠিক যেমন ভাবে আমাকে ভালবেসেছেন। আজ খুব বিশেষ দিন। এই দেশের মাটিতে কাজের ক্ষেত্রে আমার পুত্রের প্রথম পদক্ষেপ। আমাকে দেওয়া ভালবাসার পুরো ভাগটাই আপনারা ওকে দেবেন দয়া করে।”
এই ছবিতে অন্যা ছাড়াও অভিনয় করেছেন লক্ষ্য, ববি দেওল, সাহের বাম্বা, মনোজ পাহওয়া, মোনা সিংহ, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, বিজয়ন্ত কোহলি, রজত বেদী ও গৌতমী কপূর।