ছোট পোশাক পরা নিয়ে ফের কটাক্ষের শিকার নীনা গুপ্ত। প্রায়ই খোলামেলা পোশাক পরে প্রকাশ্যে আসেন আর সমালোচিত হন। তাতে অবশ্য মোটেই কান দেন না বর্ষীয়ান অভিনেত্রী। তবে এ বার কটাক্ষের পাল্টা দিলেন অভিনেত্রী। নিন্দকদের ‘হিংসুটে’ বলে তোপ দাগলেন তিনি।
সমাজমাধ্যমে যথেষ্ট সক্রিয় নীনা। সম্প্রতি তাঁর ভাগ করে নেওয়া একটি ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রায় হাঁটু ছোঁয়া একটি নীল রঙের ‘মিনি ড্রেস’ পরে বসে আছন বর্ষীয়ান অভিনেত্রী এবং তিনি একটি রুটি রোল খাচ্ছেন। বাইরে কোথাও গেলে বাড়িতে বানানো রুটি রোল যে তিনি পছন্দ করেন, সেটা খেতে খেতেই জানাচ্ছেন অভিনেত্রী। এই ছবি ছড়িয়ে পড়তেই কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে।
কেন এই বয়সে হাঁটুর উপরে পোশাক পরেছেন, তা নিয়ে কাটাছেঁড়া শুরু করে দেন নেটাগরিকেরা। এক মহিলা নেটাগরিক লেখেন, “সবই ভাল। কিন্তু দয়া করে নিজের হাঁটু দুটো দেখাবেন না। আপনার পা দুটোর অবস্থা মোটেই ভাল নয়। আমরা কখনওই আমাদের মা-দিদাদের এই ভাবে পা দেখাতে দেখিনি। মার্জিত ভাবে বয়সকে মানানসই করে দেখানোর নামই সৌন্দর্য।”
আরও পড়ুন:
এই মন্তব্য দেখে নীনার এক অনুরাগী বলেন, “এক মহিলার থেকেই আর এক মহিলা সম্পর্কে কী নিম্ন মানের মন্তব্য!” চুপ থাকেননি স্বয়ং নীনাও। তিনি নিজে অনুরাগীদের আশ্বস্ত করে লেখেন, “চিন্তা কোরো না। যারা এই সব মন্তব্য করে তারা আসলে হিংসুটে। আসলে ওদের এমন সুন্দর চেহারা নেই তো, তাই! অতএব, পাত্তা দেওয়ার দরকার নেই।”
অভিনয়জগৎ থেকে ব্যক্তিগত জীবন, সব বিষয় নিয়ে বরাবরই স্পষ্ট মতামত রাখেন নীনা গুপ্ত। অভিনেত্রীকে কিছু দিন আগেই দেখা গিয়েছে ‘মেট্রো ইন দিনো’ ছবিতে। তার আগে ‘পঞ্চায়েত’ সিরিজ়েও তাঁকে অন্যতম প্রধান চরিত্রে দেখেছেন দর্শক।