Advertisement
E-Paper

হিন্দু ধর্মকে অপমান! সলমন খানের পর গুলি চলল দিশা পটানির বাড়িতে, কোন দোষে?

গুলি চলল অভিনেত্রী দিশা পটানির বাড়িতে। এ বারও নেপথ্যে গোল্ডি ব্রারর। কিন্তু কী এমন দোষ করলেন দিশা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪২
দিশা পটানি।

দিশা পটানি। ছবি: সংগৃহীত।

গত বছরই সলমন খানের বাড়িতে গুলি চলে। ঘটনার দায় স্বীকার করে নেয় গোল্ডি ব্রারর ও লরেন্স বিশ্নোই। এ বার বছর ঘুরতে না ঘুরতেই গুলি চলল অভিনেত্রী দিশা পটানির বাড়িতে। এ বারও নেপথ্যে গোল্ডি ব্রারর। ঘটনাটি ঘটে শুক্রবার ভোর ৩টে নাগাদ। অভিনেত্রীর বরেলীর বাড়িতে মোটরবাইকে করে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায় বলে পুলিশ সূত্রে খবর। যদিও এই ঘটনায় কারও আহত হওয়ার খবর শোনা যায়নি। হঠাৎ দিশার উপর এমন রাগ কেন?

ঘটনার দায় স্বীকার করে গোল্ডি দাবি করেন দিশার পরিবার তথা তাঁর দিদি খুশবু পটানি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ আচার্যকে অপমান করছেন। এর ফলে হিন্দু ধর্মের অপমান করেছেন। আর সনাতন ধর্মের অপমান তাঁরা কিছুতেই মেনে নেবে না।তাই এটা একটা সাবধানবাণী ছিল।

দিন কয়েক আগে অনিরুদ্ধাচার্যের উপরে এ বার ক্ষোভ উগরে দিলেন দিশা পটানির দিদি খুশবু পটানি। খুশবু পেশায় প্রাক্তন সেনা আধিকারিক। সমাজমাধ্যমে তিনিও পরিচিত। সম্প্রতি এক জায়গায় অনিরুদ্ধাচার্য কিছু মন্তব্য করেন বিয়ের আগে একত্রবাসে থাকা মহিলাদের নিয়ে। সেই মন্তব্য ঘিরেই বিতর্তের সূত্রপাত। এমনকি, কটু ভাষাতেও আধ্যাত্মিক গুরুকে বিঁধেছিলেন খুশবু।একটি ধর্মীয় সভায় বর্তমান যুগের সম্পর্ক নিয়ে কথা বলছিলেন অনিরুদ্ধাচার্য। বিয়ের আগে একত্রবাস নিয়েই চলছিল আলোচনা। সেই প্রসঙ্গে অনিরুদ্ধাচার্য বলেন, আজকালকার পুরুষেরা ২৫ বছরের আশপাশের মহিলাদের সঙ্গী হিসাবে খুঁজে বের করেন। কিন্তু এই মহিলারা তত দিনে চার-পাঁচ জনের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেন। ধর্মগুরুর এই মন্তব্যে রেগে আগুন হয়ে যান খুশবু। তাঁকে ‘নারীবিদ্বেষী’ বলেও আক্রমণ করেন। এমনকি, অনিরুদ্ধাচার্যকে ‘দেশদ্রোহী’ ও ‘নপুংসক’ বলেও কটাক্ষ করেছেন দিশার দিদি। রেগে গিয়ে খুশবু বলেছেন, “এই লোকটা আমার সামনে থাকলে, আমি ওকে ভাল করে বুঝিয়ে দিতাম। এরা দেশদ্রোহী। এদের সমর্থন করা উচিত নয়। সমাজের যত নপুংসকেরা এই লোকটাকে অনুসরণ করে।” প্রেমানন্দ মহারাজকে নিয়েও বিতর্কে জড়ান দিশার দিদি।

এই ঘটনার পরে পুলিশকে খবর দেয় দিশার পরিবার। অভিনেত্রীর পরিবারের সুরক্ষার জন্য এক দল পুলিশ মোতায়েন করা আছে তাঁর বাড়ির বাইরে।

Disha Patani Gunshot threat Bollywood Celebrity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy