তিনি কাজ করলেও খবর। না করলেও। এত দিন তাঁর গায়ের রং, প্রেমিক নিয়ে কটাক্ষ চলছিল। ১ এপ্রিল নতুন রসিকতা— জনপ্রিয় চারটি ধারাবাহিকের কেন্দ্রীয়, গুরুত্বপূর্ণ চরিত্রে মুখ বসিয়ে দেওয়া হয়েছে শ্রুতির। দাবি, শ্রুতি নাকি ‘উমা’ ধারাবাহিকে ‘উমা’, মিঠাই ধারাবাহিকে ‘মিঠাই’, ‘ধুলোকণা’ ধারাবাহিকে ‘ফুলঝুরি’র মা অথবা ‘আয় তবে সহচরী’-তে ‘দেবিনা’ হয়ে ফেরার ডাক পেয়েছেন। কোনও একটিতে খুব শিগগিরিই তিনি ফিরতে চলেছেন।
‘দেশের মাটি’ শেষ হয়ে যাওয়ার পরে অনেক দিন পর্দায় দেখা যাচ্ছে না শ্রুতিকে। হয়তো অনুরাগীদের মনখারাপ। তাই এমন পোস্ট? নাকি পুরোটাই পরিকল্পনামাফিক, নতুন কটাক্ষ?