মস্করা করতে গিয়ে বিপাকে। প্রবল বিতর্কের ঝড়, মামলা, মধ্যপ্রদেশের মন্ত্রীর হস্তক্ষেপের পর শেষমেশ ক্ষমাই চাইলেন টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি।
নিজের নতুন ওয়েব সিরিজ 'শো স্টপার'-এর প্রচারে সম্প্রতি ভোপালে গিয়েছিলেন শ্বেতা। সেখানেই সাংবাদিকদের সামনে তিনি বলে বসেন 'আমার ব্রা-এর মাপ নিয়েছেন ভগবান!' তাঁর মন্তব্য ছিল সহ অভিনেতা সৌরভ রাজ জৈনকে নিয়ে। এর আগে 'মহাভারত'-এ কৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন সৌরভ। নতুন সিরিজে তিনিই রয়েছেন ব্রা-এর দর্জির ভূমিকায়। সেই প্রেক্ষিতেই ছিল শ্বেতার মন্তব্য।
কিন্তু নেপথ্যে যা-ই থাক, শ্বেতার মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। তার জলও গড়িয়েছে অনেক দূর।