Advertisement
E-Paper

আমিরের ভাইয়ের পক্ষে সরব সোমি! কটাক্ষের শিকার সলমনের প্রাক্তন প্রেমিকা, জবাবে কী বললেন?

সম্প্রতি আমির খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনেন তাঁর ভাই ফৈজ়ল খান। অথচ তাঁর পরিবারের দাবি, ফৈজ়ল মানসিক ভারসাম্যহীন। সেই আবহেই ফৈজ়লের পক্ষ নিলেন সোমি আলি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৭:১৯
Somy Ali responds to backlash for supporting Aamir Khan Brother Faisal Khan

ফৈজ়লের পাশে সোমি। ছবি: সংগৃহীত।

আমির খানের ভাই ফৈজ়লের পাশে দাঁড়িয়ে কটাক্ষের শিকার প্রাক্তন অভিনেত্রী সোমি আলি। এ বার তার জবাব দিলেন সলমনের প্রাক্তন প্রেমিকা। পরিষ্কার করলেন, কঠিন পরিস্থিতিতে থাকা কোনও মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ভুল নয়। সেই মানুষ তাঁর সম্পর্কে আগে কুমন্তব্য করে থাকলেও সকলের পাশে দাঁড়ানোই উচিত।

কটাক্ষের জবাবে কী বলেন সোমি? সমাজমাধ্যমে এক দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ‘‘ফৈজ়লের পক্ষে কথা বলার জন্য উষ্মার শিকার হচ্ছি। সকলকে আমি বলতে চাই, কেউ আপনার সম্পর্কে কোনও এক সময় খারাপ কথা বলেছিল বলেই তাঁর কঠিন পরিস্থিতিতে মুখ ঘুরিয়ে নেওয়া উচিত নয়। এর মধ্যে কোনও ভন্ডামি নেই।’’ সোমির আরও বক্তব্য, কে তাঁর সম্পর্কে আগে কী মন্তব্য করেছেন, তাতে কিছুই যায় আসে না তাঁর। কিন্তু সেই মানুষটির লড়াইয়ে তিনি কী ভাবে প্রতিক্রিয়া দেখাবেন সেটা তাঁর নিজস্ব সিদ্ধান্ত। ‘‘আমি ফৈজ়ল বা যে কোনও মানুষের পাশে দাঁড়াব যিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন’’, স্পষ্ট করেন সোমি।

আমিরের সঙ্গে কেমন সমীকরণ সলমনের প্রাক্তন প্রেমিকার? সোমির বক্তব্য, বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’কে নিয়ে কোনও মন্তব্য করার মতো ভাল করে তিনি চেনেন না। একটি মাত্র ফটোশুট তাঁরা একসঙ্গে করেছিলেন। পেশাদারিত্বের সঙ্গে কাজ সারেন দু’জনেই, জানান সোমি।

মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন সোমি। তাঁর দাবি, ইন্টার্নশিপের সময় সাইকিয়াট্রিক ওয়ার্ডে কাজ করেছিলেন তিনি। ফৈজ়লের সাক্ষাৎকার নিয়ে তাঁর দাবি, ‘‘আমি ফৈজ়লের সাক্ষাৎকার দেখেছি, ওঁকে দেখে বোঝা যায় যে, সজ্ঞানে কথা বলছেন এবং তিনি পুরোপুরি সুস্থ। সেই সময় স্কিৎজ়োফ্রেনিয়ার ওষুধ দিতে হত রোগীদের। সেই ওষুধ সুস্থ মানুষের শরীরে গেলে বিপুল ক্ষতির সম্ভাবনা থাকে। এই কাজটা আমার নীতিবিরুদ্ধ।’’ দীর্ঘ পোস্টের শেষে তিনি লেখেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাঁর পারিবারিক শিক্ষা। সোমির স্পষ্ট বক্তব্য, ‘‘যতক্ষণ না আমাকে কেউ শারীরিক ভাবে আঘাত করছেন, এবং আমি বুঝতে পারছি যে তিনি সমস্যায় আছেন, আমি তাঁদের হয়ে কথা বলব। আমরা কেউই নিখুঁত নই এবং আমিও নই।’’ যে কোনও মানুষের সমস্যায় তিনি এগিয়ে আসবেন বলে স্পষ্ট করেন সোমি আলি।

Somy Ali Aamir Khan Faisal Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy