কোভিড তাঁকে কাবু করবে ভাবতেই পারেননি শ্রীলেখা মিত্র! দিন দুই ধরে জ্বর। সঙ্গে গলা ব্যথা, কাশি, গা-হাত-পা মাথায় প্রচণ্ড যন্ত্রণা। গলা বসে গিয়েছিল অভিনেত্রীর। তাই নিয়েই তিনি দিব্যি ছিলেন খোশমেজাজে। ফেসবুকে পোস্টের পরে পোস্ট দিয়েছেন। গান শুনিয়েছেন অনুরাগীদের। তার জন্য কটাক্ষের শিকার হয়েছেন। পাল্টা কটাক্ষ করতে তিনিও ছাড়েনননি। মুখ্যমন্ত্রীর জন্মদিনে তাঁকে নিয়েও রসিকতায় মেতেছেন। পাশাপাশি, বৃহস্পতিবার রাতে কোভিড পরীক্ষা করিয়েছেন।
শুক্রবার সন্ধেয় তাঁর ফলাফল পজিটিভ! রিপোর্ট আসতে আসতে তুলনায় অনেকটাই সুস্থ শ্রীলেখা। খবরটি আনন্দবাজার অনলাইকে প্রথম জানিয়েছেন তিনি। বলেছেন, ‘‘চিকিৎসা ব্যবস্থা মতে আজ থেকে আমার নিভৃতবাস শুরু। এ ক’দিন টানা প্যারাসিটামল খেয়েছি। এ বার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করব।’’