সুশান্ত মৃত্যু তদন্তে আবার উঠে এল নতুন তথ্য। মুম্বই সংবাদমাধ্যমের খবর, সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর পরেই সুশান্ত এক আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন। এই ঘটনার পরেই হঠাৎ কেন আইনজীবীকে প্রয়োজন হল অভিনেতার? এই প্রশ্নের উত্তর যদিও এখনও অধরা। দিশার মৃত্যুর দিন সুশান্তের বাড়ি ছেড়ে চলে যান প্রেমিকা রিয়া। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সুশান্তের সঙ্গে ঝামেলা হয় তাঁর। তিনিই নাকি রিয়াকে তাঁর বাড়ি ছেড়ে দিতে বলেন।
দিশার মৃত্যুর পর থেকেই তাঁর সঙ্গে জড়িয়ে গিয়েছিল সুশান্তের নাম। কয়েকটি হার্ড ডিস্কও এরপর বন্ধু সিদ্ধার্থ পিঠানির সাহায্যে নষ্ট করেন অভিনেতা। সিবিআই জেরায় সিদ্ধার্থ জানান, সেই প্রত্যেকটি ডিস্কেই দিশার তথ্য ছিল।
মৃত্যুর কয়েকদিন আগে নিজের নাম গুগল করেছিলেন সুশান্ত। তাঁর মানসিক ব্যাধি নিয়েও উত্তর খুঁজেছিলেন সেখানে। দিশার মৃত্যুর দিন রিয়ার বাড়ি ছেড়ে চলে যাওয়া, হার্ড ডিস্ক নষ্ট করা, আবার উকিলের সঙ্গে যোগাযোগ— এই সব ঘটনা পরপর দুটি মৃত্যু নিছক কাকতালীয়? নাকি এর আড়ালে রয়েছে অন্য রহস্য?