‘শেরনি’ কিংবা ‘সর্দার উধম’ হেরে ভূত! ভারত থেকে ২০২২-এর অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়নে যাচ্ছে তামিল ছবি ‘কুজ়াঙ্গল’। প্রাথমিক বাছাই ১৪টি ছবির ভিড় থেকে এটিকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন ১৫ জন বিচারক। তবে অস্কারের মনোনয়ন তালিকায় জায়গা পেলে তবেই খুলবে লাল কার্পেটের দরজা। তবে অস্কারের আশায় বুক বাঁধার প্রহর গোনা শুরু এখন থেকেই!
পি এস বিনোদরাজের পরিচালনায়, নয়নতারা এবং ভিগনেশ শিবন প্রযোজিত ছবি ‘কুজ়াঙ্গল’। সঙ্গীত পরিচালনায় ইউভান শঙ্কর রাজা। মদ্যপ বাবার নিষ্ঠুরতা কোন দিকে ঠেলে দেয় এক ছোট্ট ছেলেকে, কী ভাবে সে বেরিয়ে পড়ে মায়ের খোঁজে— তা নিয়েই এগোয় ছবির গল্প।