জন্মদিনে রাজকে আদরে ভরালেন শুভশ্রী। ছবি: ফেসবুক।
একে অপরকে আদরে জড়িয়ে তাঁরা। রাত ১২টায় স্বামী রাজের গালে চুমু এঁকে দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিপাড়ার জনপ্রিয় এবং চর্চিত জুটি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী। ২১ ফেব্রুয়ারি রাজের জন্মদিন। এই বিশেষ দিনে পরিচালককে আদরে ভরালেন নায়িকা। মাঝরাতেই কাটলেন কেক। এসেছিলেন রাজ-শুভশ্রীর কাছের বন্ধুরাও।
রাজের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, “শুভ জন্মদিন পার্টনার। আমি ভাগ্যবতী যে তোমাকে আমার জীবনে পেয়েছি। সুস্থ থাকো, ভাল থাকো, জীবনে সফল হও— এই কামনাই করি। তুমি সেরা।” সঙ্গে অনেক চুমু।
২০ ফেব্রুয়ারি ছিল ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজ়ের প্রচার ঝলকের অনুষ্ঠান। রাত পর্যন্ত সিরিজ়ের প্রচার সেরেই তাই তড়িঘড়ি বাড়ি ফেরেন নায়িকা। তার পরেই শুরু মধ্যরাতে রাজের জন্মদিন উদ্যাপন। পরিচালকের কাছের বন্ধুরা এসেছিলেন উপহার নিয়ে।
এক দিকে, শুভশ্রী ব্যস্ত তাঁর প্রথম সিরিজ়ের প্রচারে। অন্য দিকে, রাজও ব্যস্ত তাঁর প্রথম সিরিজ় ‘আবার প্রলয়’-এর শুটিং নিয়ে। এত কাজের ফাঁকেই একে অপরের জন্য সময় বার করে নিয়েছেন তাঁরা। এই মুহূর্তগুলি জানান দেয় তেমনটাই। এই বিশেষ দিনের জন্য আর কী কী পরিকল্পনা করে রেখেছেন শুভশ্রী? তা অবশ্য ক্রমশ প্রকাশ্য।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy