Advertisement
০৪ মে ২০২৪
Dev-Soham Chakrabarty

বড় পর্দায় দেব-সোহম জুটি, ‘প্রধান’-ই কি সেই ছবি? জল্পনা শুরু টলিপাড়ায়

দেবের সঙ্গে একটি ছবিতে জুটি বাঁধতে পারেন সোহম চক্রবর্তী। কানাঘুষো, ‘প্রধান’-এ দেখা যেতে পারে সোহমকে। আবার অন্য তথ্যও উড়িয়ে দেওয়ার মতো নয়।

Dev and Soham Chakraborty

(বাঁ দিকে) দেব, সোহম চক্রবর্তী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৩ ১৯:০৬
Share: Save:

দেব তাঁর নতুন ছবি ‘প্রধান’-এর প্রস্তুতি নিতে শুরু করেছেন। চরিত্রের প্রয়োজনে নিজেকে আরও সুঠাম করে গড়ে তুলতে অভিনেতা ইদানীং জিমে বেশি সময় কাটাচ্ছেন। সম্প্রতি সমাজমাধ্যমেও তাঁর ঝলক দিয়েছিলেন তিনি। এ দিকে টলিপাড়ার অন্দরে অন্য খবর ঘুরছে।

‘প্রধান’-এর প্রযোজক অতনু রায়চৌধুরী। শোনা যাচ্ছে, তাঁর তরফে অভিনেতা সোহম চক্রবর্তীর কাছে ফোন গিয়েছে। অভিনেতার কাছে ডেট চাওয়া হয়েছে বলেও খবর। আগামী মাসে ‘প্রধান’-এর শুটিং শুরু হবে। তা হলে কি এই ছবিতেই দেখা যাবে সোহমকে? অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’-এ ফিরছেন ‘টনিক’-এর দেব এবং পরান বন্দ্যোপাধ্যায় জুটি। এ ছাড়াও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এই ছবির মাধ্যমেই পা রাখছেন বড় পর্দায়। তাই ‘প্রধান’ নিয়ে অনুরাগীদের কৌতূহল ক্রমশ বাড়ছে। সেখানে সোহমের উপস্থিতি নয়া চমক বলেই মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ।

আবার টলিপাড়ার অন্য একটি সূত্রের দাবি, দেব এবং সোহমকে নিয়ে একটি নতুন ছবির পরিকল্পনা করছেন প্রযোজক। সেখানে দু’জনেরই প্রায় সমান্তরাল চরিত্র থাকবে। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে অতনুর সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘কথাবার্তা চলছে। কিন্তু কোন প্রজেক্ট সেটা এখনও চূড়ান্ত হয়নি।’’

সোহমের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘লাল সুটকেসটা দেখেছেন’? ইদানীং রাজনীতিতে তিনি অনেকটা সময় দিচ্ছেন বলে ছবির সংখ্যাও কমিয়েছেন। সদ্য শেষ হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। ফলে এ বার তিনি ছবির জন্য সময় বার করতে পারবেন বলেই মনে করছেন অনেকে। ২০১৫ সালে ‘শুধু তোমারই জন্য’ ছবিতে দেবের সঙ্গে সোহমকে দেখেছিলেন দর্শক। আরও এক বার কি এই জুটি পর্দায় ধরা দেবেন? দেখা যাক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE