মেয়েকে বার বার ফোন করেও উত্তর পাননি বাবা। পরে জানতে পারেন, তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে একটি ভাড়াবাড়ি থেকে। ওই বাড়িটি ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী হিসাবে বসবাস করছিলেন মেয়ে ও তাঁর পুরুষসঙ্গী। শনিবার রাতের এই ঘটনায় মেয়ের ওই সঙ্গীকেই দুষছেন বাবা।
পুলিশ জানিয়েছে, ১৮ জুন, শনিবার রাতে ভুবনেশ্বরের নয়াপল্লি এলাকায় ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়েছে ২৩ বছরের অভিনেত্রী রশ্মিরেখা ওঝার। মঙ্গলবার সর্বভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে এই ঘটনা।
তদন্তকারীরা জানিয়েছেন, নয়াপল্লির ভাড়াবাড়িতে একটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রশ্মিরেখার দেহ পাওয়া যায়। ঘর থেকে একটি সুইসাইড নোটও মিলেছে। তাতে লেখা, ‘তোমাকে মিস্ করছি বাবা। ওপর থেকেও তোমাকে মিস্ করব।’ সঙ্গে আরও লেখা, ‘আমি খুব খারাপ মেয়ে!’