Advertisement
২৭ ফেব্রুয়ারি ২০২৪
Valentine's Day 2020 Dolon roy dipankar de

দীপঙ্করকে ভ্যালেন্টাইন্স ডে-তে কী উপহার দিলেন দোলন?

প্রেম দিবসে তাই ২২ বছর লিভ ইন সম্পর্কে থাকা দীপঙ্কর-দোলনের ভ্যালেনটাইন্স ডে’র প্ল্যান জেনে নিল আনন্দবাজার ডিজিটাল। হাজার হোক বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে বলে কথা!

দোলন-দীপঙ্কর। ছবি- ‘দ্য ওয়েডিং এক্সপোজার’-এর ফেসবুক পেজ।

দোলন-দীপঙ্কর। ছবি- ‘দ্য ওয়েডিং এক্সপোজার’-এর ফেসবুক পেজ।

বিহঙ্গী বিশ্বাস
কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৮:২৮
Share: Save:

কনকনে ঠান্ডার মধ্যেই বসন্ত এসেছিল দীপঙ্কর দে এবং দোলন রায়ের সংসারে। গত ১৬ জানুয়ারি এক শীতের রাতে প্রায় অগোচরে সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। তার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোল... তাতে অবশ্য কেয়ার করেননি ওঁরা।

প্রেম দিবসে তাই ২২ বছর লিভ ইন সম্পর্কে থাকা দীপঙ্কর-দোলনের ভ্যালেনটাইন্স ডে’র প্ল্যান জেনে নিল আনন্দবাজার ডিজিটাল। হাজার হোক বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে বলে কথা!

কী প্ল্যান? জিজ্ঞাসা করতেই খিলখিলিয়ে উঠলেন দোলন। যেন সদ্য প্রেমে পড়া কোনও অষ্টাদশী। “আরে সে এক কাণ্ড। বুধবার কতগুলো গোলাপ কিনে এনেছিলাম। অল্প দাম পড়ল (হাসি)। আর বৃহস্পতিবার তো এমনিতেই সাঁই বাবার দিন। আমি আবার সাঁই বাবার ভক্ত। কাল ওঁকে গোলাপ দিয়েছিলাম। আজ সকালে সেই গোলাপই দীপঙ্করকে দিয়ে বললাম, এই নাও, ভ্যালেন্টাইন্স ডে গিফট। সাঁইবাবার প্রসাদ হিসেবেও নিতে পারো...”— বলেই এক চোট হাসলেন অভিনেত্রী। বউয়ের এই কীর্তি দেখে দীপঙ্কর কি আর হাসি চেপে রাখতে পারেন? সাঁইবাবাকে দেওয়া গোলাপ দিয়ে ভ্যালেন্টাইন্স গিফট! এ-ও সম্ভব?

আরও পড়ুন-রোশনের সঙ্গে প্রথম ভ্যালেনটাইন্স ডে, কিন্তু মন খারাপ শ্রাবন্তীর!

প্ল্যান করেছিলেন অনেক কিছুই। ভেবেছিলেন সন্ধেবেলার দিকে একসঙ্গে কোথাও খেতে যাবেন, একটু লং ড্রাইভ, হাইওয়ের ধারে চা...কিন্তু বাধ সাধল শুটিং। আজ সারাদিন অফ-ই নিয়েছিলেন দোলন। কিন্তু বেলা ১২টার সময় জানতে পারলেন যেতেই হবে শুটিংয়ে। আর কী? পেশাদারিত্বের খাতিরে অগত্যা ভ্যালেন্টাইন্স প্ল্যান বাদ।

আর দীপঙ্কর? দোলন বললেন, “ওর জন্য খাবার অর্ডার করে দিয়েছি। বলেছি মনে করো আমি আর তুমি বাইরে কোথাও খেতে গিয়েছি...।”

আরও পড়ুন-জন্মদিনে ঐন্দ্রিলার উইশ আর অঙ্কুশের ‘ম্যাজিক’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE