Advertisement
E-Paper

নিজে সমান অধিকার পেলেও অন্য নারীদের নিয়ে চিন্তিত! নারীবাদ নিয়ে ফের কেন সরব শাবানা?

মহিলারা এই বিশ্ব ও সমাজের নানা বিষয় মহিলাদের দৃষ্টিভঙ্গি থেকেই দেখবেন। এর অন্যথা হওয়া উচিত নয় বলে মনে করেন শাবানা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৩:৪৬
Veteran actress Shabana Azmi again talks about gender equality

ফের লিঙ্গসাম্য নিয়ে সরব শাবানা আজ়মি। ছবি: সংগৃহীত।

সমাজে লিঙ্গসাম্য নিয়ে একাধিক বার কথা বলেছেন শাবানা আজ়মি। যে কোনও লিঙ্গের সমান অধিকারের জন্য বিভিন্ন ক্ষেত্রে স্পষ্ট মতামত দিয়েছেন তিনি। সম্প্রতি ‘ডব্বা কার্টেল’ নামে এক ওটিটি ছবিতে অভিনয় করেছেন। ছবিতে দেখানো হয়েছে, মহিলাদের একটি দল বেআইনি মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। সে দলেরই অন্যতম সদস্য ‘শীলা’ শাবানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ ছবি নিয়ে কথা বলতে গিয়েই ফের নারীবাদের প্রসঙ্গ তুলে আনলেন বর্ষীয়ান অভিনেত্রী।

এ বিশ্বের বা সমাজের নানা বিষয়কে যে কোনও মহিলা তাঁর মহিলা দৃষ্টিভঙ্গি থেকেই দেখবেন, এর অন্যথা হওয়া উচিত নয় বলে মনে করেন শাবানা। অভিনেত্রী বলেন, “মহিলাদের দৃষ্টিভঙ্গি ছাড়া আর কোন দৃষ্টিভঙ্গি থেকে মহিলারা দেখবেন? অন্য কারও দৃষ্টিভঙ্গি থেকে দেখার প্রয়োজনও নেই। এটা নারী ও পুরুষ, উভয়েরই বোঝা দরকার।”

প্রগতিশীল পরিবারে বড় হয়েছেন শাবানা। তাই কখনওই সমান অধিকার পেতে তাঁর অসুবিধা হয়নি। কিন্তু ক্রমশ বুঝেছেন, সাধারণত এমন হয় না। তাঁর অভিজ্ঞতাই বরং ব্যতিক্রমী। সমাজ এখনও পুরুষতান্ত্রিকই রয়ে গিয়েছে। মহিলাদের তা নিয়ে কোনও আপত্তিও নেই। তাঁরা বরং মেনেই নেন।

পুরুষতন্ত্রের জন্যই মহিলারা পুরুষদের দৃষ্টিভঙ্গি থেকে সমাজকে দেখার চেষ্টা করেন। কিন্তু তার কোনও প্রয়োজন নেই। নারী ও পুরুষ দু’জনই স্বতন্ত্র এবং সম্পূর্ণ। তাই তিনি বরাবরই নারীর দৃষ্টিভঙ্গি থেকেই সমাজ ও বিশ্বকে দেখেছেন বলে জানান শাবানা।

হিতেশ ভাটিয়া পরিচালিত ‘ডব্বা কার্টেল’ ছবিতে শাবানা ছাড়াও অভিনয় করেছেন গজরাজ রাও, জ্যোতিকা, শালিনী পাণ্ডে, যিশু সেনগুপ্ত, লিলেট দুবে।

Shabana Azmi Feminism
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy