Advertisement
০৫ মার্চ ২০২৪
Hrithik Roshan

ছোটবেলায় কেমন নাচতেন হৃতিক? দেখুন ভিডিয়ো

সেই আগ্রহ নিরসনে এ বার এগিয়ে এলেন হৃতিকের মা পিঙ্কি রোশন।

হৃতিক রোশন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

হৃতিক রোশন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা 
মুম্বই শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ১৩:১২
Share: Save:

বলিউডে নাচের জগতে অন্য মাত্রা যোগ করেছেন তিনি। দেশের প্রচুর খুদে শিক্ষার্থীই তাঁকে সামনে রেখেই নৃত্যশিল্পে বড় হওয়ার স্বপ্ন দেখে। তিনি হৃতিক রোশন। কিন্তু হৃতিক যখন ছোট ছিলেন, তখন তিনি কেমন নাচতেন? এ কথা জানার আগ্রহ ছিল অনেকের মনেই। সেই আগ্রহ নিরসনে এ বার এগিয়ে এলেন হৃতিকের মা পিঙ্কি রোশন।

সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। এখানে অন্য বাচ্চাদের মধ্যেই নাচতে দেখা যাচ্ছে ছোটবেলার হৃতিককে। ভিডিয়োটি আজ থেকে প্রায় ৩৫ বছর আগেকার। ভিডিয়োটি শুরু হচ্ছে সাদা ফ্রক পরে থাকা এক বাচ্চা মেয়ের নাচ দিয়ে। তার পর আসছে শিশু হৃতিক। নীল রঙের শার্ট ও সাদা রঙের প্যান্ট পরে নাচছে সে। তার পাশে নাচছে আরও বেশ কয়েকটি বাচ্চা ছেলে মেয়ে। কিন্তু তাদের সকলের মধ্যে নজর কাড়ছে ছোট্ট হৃতিক।

এই নাচের সময় হৃতিকের বয়স ছিল ১০ বছর। তিনি যে সেই ছোট বয়স থেকেই ভাল নাচেন, তার প্রমান এই ভিডিয়ো। নেটিজেনরাও ১০ বছরের হৃতিকের নাচ দেখে উচ্ছ্বসিত। দেখুন সেই ভিডিয়ো-

#onecapturedmoments

A post shared by Pinkie Roshan (@pinkieroshan) on

আরও পড়ুন: ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র রোম্যান্টিক গানে নাচছেন যুগল, ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: ডব্লিউ ডব্লিউ ই-এর সুন্দরী রেসলারকে বলিউডের নাচ শেখালেন বরুণ ধওয়ন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE