ভিডিয়ো তৈরির অ্যাপের সৌজন্যে নয়ের দশকের বলিউডের রোম্যান্টিক হিট গানের ভিডিয়ো ভাইরাল হচ্ছে প্রায়শই। নায়ক-নায়িকাদের ঢঙে অনেকেই নিজেদের মতো করে নাচছেন সেই সব হিট রোম্যান্টিক গানে। সেই সব ভিডিয়ো নিয়ে উৎসাহও দেখাচ্ছে নেটদুনিয়া। সম্প্রতি সলমন-ভাগ্যশ্রীর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র একটি প্রেমের গানে যুগলের নাচও ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিস্তৃত মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন এক যুগল। লতা মঙ্গেশকরের গাওয়া ‘দিল দিওয়ানা বিন সাজনাকে’ গানের তালে নাচতে দেখা যাচ্ছে তাঁদের। সলমন ও ভাগ্যশ্রী যে রঙের পোশাক পরে নেচেছিলেন ওই গানের দৃশ্যে, সেই রঙের পোশাকেই নাচতে দেখা গিয়েছে ওই যুগলকে।
হিট গানের নাচের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল। তিন লক্ষেরও বেশি ইউজার ইতিমধ্যেই দেখে ফেলেছেন সেই ভিডিয়ো। দেখুন সেই ভিডিয়ো-
India and Bollywood ❤️ pic.twitter.com/7jK06boqPX
— Bhaiyyaji (@bhaiyyajispeaks) November 13, 2019
আরও পড়ুন: ডব্লিউ ডব্লিউ ই-এর সুন্দরী রেসলারকে বলিউডের নাচ শেখালেন বরুণ ধওয়ন
আরও পড়ুন: আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে নুসরত জাহান, একসঙ্গে অনেক ঘুমের ওষুধ খেয়েই বিপত্তি?