অনুষ্কা শর্মা আর বিরাট কোহলির মধ্যে কি তৈরি হয়েছে দূরত্ব! গত কয়েক দিন ধরে এমনই জল্পনা চলছে অনুরাগীমহলে। এরই মধ্যে ছেলের সঙ্গে অনুষ্কার ছবি ভাগ করে নিয়ে বিরাট গাইলেন মাতৃত্বের জয়গান।
রবিবার মাতৃদিবসে বিরাট সমাজমাধ্যমে ভাগ করে নেন তিনটি ছবি। প্রথমটিতে মুখ দেখা না গেলেও বোঝা যাচ্ছে অনুষ্কা দাঁড়িয়ে রয়েছেন বাগানে ছেলে অকায়কে কোলে নিয়ে। অস্তাচলগামী সূর্যের বিপ্রতীপে তাঁরা দাঁড়িয়ে থাকায় মুখ দেখা যাচ্ছে না। দ্বিতীয় ছবিটি বিরাটের ছোটবেলার, সঙ্গে তাঁর মা। তৃতীয় ছবিটি অনুষ্কা ও তাঁর মায়ের।
বিরাট লিখেছেন, “পৃথিবীর সমস্ত মায়েদের মাতৃদিবসের শুভেচ্ছা। এক মায়ের কোলে আমি জন্মেছিলাম, আর এক মা ছেলে হিসাবে সাদরে গ্রহণ করেছেন, আর একজনকে দেখেছি আমাদের সন্তানের যত্নশীল, স্নেহময়ী, আগলে রাখা মা হয়ে উঠতে। আমরা তোমাদের প্রতিদিন ভালবাসি, খুব ভালবাসি।”
(উপরে) ছেলে অকায়ের সঙ্গে অনুষ্কা, (বাঁ দিকে) নিজের মায়ের সঙ্গে বিরাট এবং ছোট্ট অনুষ্কার সঙ্গে তাঁর মা (ডান দিকে) ছবি: সংগৃহীত।
সম্পর্কের সমীকরণে একই ভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন অনুষ্কাও। তিনিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন নিজের মায়ের একটি ছবি। সে ছবি অনুষ্কার মায়ের কিশোরীবেলার। তারই পাশাপাশি অনুষ্কা ভাগ করে নিয়েছেন বিরাটের মায়ের একটি ছবিও। অভিনেত্রী লিখেছেন, “এ পৃথিবীর সমস্ত সুন্দর মায়েদের মাতৃদিবসের শুভেচ্ছা।”
প্রায় সাত বছরের বিবাহিত জীবন বিরাট-অনুষ্কার। ভামিকা ও অকায়ের বাবা-মা তাঁরা। সম্প্রতি শোনা গিয়েছে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছেন বিরাট। অনুষ্কাকেও অনেক দিন দেখা যায় না রুপোলি দুনিয়ায়। ভারত থেকে দূরে বিদেশে আপাতত সংসার নিয়ে ব্যস্ত দু’জনেই। গত সপ্তাহে জল্পনা ছড়ায় দুই তারকার বিচ্ছেদ নিয়ে। দিন কয়েক আগে বেঙ্গালুরুতে দেখা যায় দুই তারকাকে। বিরাট এখন ব্যস্ত আইপিএল-এ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায় বিরাটের বাড়িয়ে দেওয়া হাত উপেক্ষা করে গাড়ি থেকে নেমে এগিয়ে যাচ্ছেন অনুষ্কা। সমস্যার সূত্রপাত বিরাটের সমাজমাধ্যম থেকেই। মনে করা হচ্ছে, অভিনেত্রী অবনীত কৌরের একটি পোস্টে বিরাট লাইক করার পর থেকেই সমস্যা তৈরি হয়।