দু’জনের চিন্তাভাবনা ও মতাদর্শ দুই মেরুর। তবে একসঙ্গে কাজও করেছেন তাঁরা। একটি বিষয় নিয়ে মতান্তর হয়েছিল তাঁদের। তখন পরিস্থিতি কী ভাবে সামাল দিয়েছিলেন জাভেদ আখতার ও বিবেক অগ্নিহোত্রী?
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ আখতারকে নিয়ে কথা বলেন ‘দ্য কাশ্মীর ফাইল্স’-এর পরিচালক। বিবেক অগ্নিহোত্রীর ‘গোল’ ছবিতে ‘বিল্লো রানি’ নামে একটি গান বেঁধেছিলেন জাভেদ। এই গান নিয়েই বিতণ্ডায় জড়িয়েছিলেন দুই তারকা।
‘বিল্লো রানি’ কথাটি খুব একটা পছন্দ ছিল না গীতিকারের। সরিয়ে দিতে চেয়েছিলেন। উল্টো দিকে বিবেক চেয়েছিলেন এই কথাটি রাখতে। পরিচালক বলেছেন, “গানটিতে ‘বিল্লো রানি’ কথাটি রাখতে আমিই জোর করেছিলাম। কিন্তু জাভেদ সাহাব রাজি ছিলেন না। তবে শেষ পর্যন্ত আমরা ‘বিল্লো রানি’ কথাটি রাখি। গানের বাকি কথাগুলো ওঁর লেখা ছিল।”
আরও পড়ুন:
রাজনৈতিক মতাদর্শে ভিন্মেরুর মানুষ। তাও নিজেদের মধ্যে তাঁরা সৌজন্য বজায় রাখেন, জানিয়েছেন বিবেক। তিনি বলেছেন, “কোনও বিষয়কে নিয়ে দু’জন দার্শনিকের মধ্যে তর্ক হতেই পারে না। তাঁদের মধ্যে কেবল আলোচনা হতে পারে। জাভেদ সাহাবের সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক। আমরা পরস্পরকে খুব শ্রদ্ধা করি। আমার দেখা সেরা চিন্তাশীল মানুষের মধ্যে তিনি অন্যতম। এটা ঠিক, আমাদের রাজনৈতিক মতামত মেলে না। কিন্তু তা ছাড়া ওঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে।”
‘লগান’ ছবিতে ‘রাধা ক্যায়সে না জ্বলে’ গানের কথা লিখেছিলেন জাভেদ আখতার। সেই গানের প্রশংসায় বিবেক এক সাক্ষাৎকারে বলেছিলেন, “জাভেদ সাহাবের মতো মানুষও শুদ্ধ হিন্দিতে একটা ভজন লিখেছেন। একটাও উর্দু শব্দ নেই এই গানে। এঁরাই হলেন শিক্ষিত বুদ্ধিমান মানুষ। তিনি বামপন্থী হতে পারেন। দক্ষিণপন্থীদের বিরুদ্ধে ওঁর মতামত থাকতেই পারে। তাতে সত্যিই কিছু যায় আসে না।”