হাতে হাত রেখে সিঁড়ি দিয়ে নামছেন দু’জনে। ক্যামেরার ফ্লাশের সামনে জড়িয়ে ধরে ছবি তুললেন। চুম্বনও করলেন একে অপরকে। তাঁরা বলিউডের দুই সেরা সুন্দরী। রেখা এবং ঐশ্বর্যা রাই বচ্চন।
রেখার সঙ্গে ঐশ্বর্যার বরাবরই সম্পর্ক ভাল। রেখাকে ‘রেখা মা’বলে ডাকেন ঐশ্বর্যা। উর্দু কবি কাইফি আজমির ১০০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সম্প্রতি হাজির ছিলেন তাঁরা।
গত বছর ঐশ্বর্যাকে লেখা রেখার একটি চিঠিও প্রকাশ্যে এসেছিল। রেখা লিখেছিলেন, ‘ঐশ্বর্যার স্পিরিট চলমান নদীর মতো। কখনও থেমে থাকে না। যে কোনও পরিস্থিতিতে সাহস গুরুত্বপূর্ণ, তা তুমি দেখিয়েছ। তুমি কী বলছ, কী করলে সে সব লোকে ভুলে যাবে। কিন্তু তোমাকে দেখে মানুষের যে অনুভূতি তা কেউ কখনও ভুলবে না।’