১০৮ ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। ২০১১ থেকে শাসকদলের প্রচ্ছন্ন সমর্থক তিনি। ২০২১-এর বিধানসভায় প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দিয়েই ভোটে লড়ছেন। বুধবার মনোনয়ন পত্র জমা দিলেন পরিচালক। তার আগে নেট মাধ্যমে আশ্বাস দিলেন জিতে ফিরলে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রত্যেকটি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন।
কী কী সমস্যা দূর করবেন পরিচালক প্রার্থী? রাজের দাবি, হাতের তালুর মতো চেনা ব্যারাকপুর আজও সন্ত্রস্ত বিরোধী শিবিরের গুণ্ডারাজে। জিতে ফিরলে সবার আগে অঞ্চলবাসীর মন থেকে সেই ভয় কাটাবেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে রাজের আরেক প্রস্থ আশ্বাস, ‘মানুষের জন্য কাজ করব, মানুষের পাশে থাকব’। একই সঙ্গে তাঁর উপর আস্থা রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।