‘‘পিসি (প্রিয়ঙ্কা চোপড়ার নামকে ছোট করে যে ভাবে বলা হয়), তুমি তোমার স্বামী নিক জোনাসকে একদমই চেনো না যা দেখছি।’’ বলিপাড়ার এক অনুষ্ঠানে প্রিয়ঙ্কার দিকে এমনই কটাক্ষ ছুড়ে দেন করিনা কপূর। তার কারণ জানতে গেলে একটু ফিরে দেখতে হবে।
এক সময়ে বলিউডের প্রথম সারিতে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছিলেন করিনা এবং প্রিয়ঙ্কা। হিন্দি ছবির সফল নায়িকা হিসেবে এই দু’জনের নামই ঠোঁটে আসত বলিপ্রেমীদের। একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও দুই অভিনেত্রীর মধ্যে সুসম্পর্ক ছিল। কিন্তু কয়েকটি ঘটনার পর তাঁরা নাকি একে অপরের মুখ দেখতেন না। বলি সূত্রের খবর, ঠান্ডা লড়াইয়ের মূল কারণ, অভিনেতা শাহিদ কপূর। করিনার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পরে শাহিদ প্রিয়ঙ্কার সঙ্গে প্রেম করতেন।
কিন্তু সেই সম্পর্কের সমীকরণও গেল পাল্টে। করিনা বিয়ে করলেন বলি অভিনেতা সইফ আলি খানকে। হলেন করিনা কপূর খান। প্রিয়ঙ্কা বিয়ে করলেন আমেরিকার পপ গায়ক নিক জোনাসকে। ব্যক্তিগত জীবনে সুখী তাঁরা। এমনই সময়ে বলি প্রযোজক কর্ণ জোহর তাঁর একটি রিয়্যালিটি শো-এ এই দুই তারকাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। খেলার অঙ্গ হিসেবে কর্ণ তাঁদের স্বামীদের নিয়ে প্রশ্ন করতে থাকেন। নায়িকারা তাঁদের স্বামীর সম্পর্কে কতটা ওয়াকিবহাল, তা যাচাই করতেই এই পরীক্ষা। কিন্তু প্রিয়ঙ্কা সেই পরীক্ষায় সফল হতে পারেন না। নিকের গান চিনতে পারেননি তিনি। সেই সময়ে মশকরা করে করিনা বলেন, ‘‘পিসি, তুমি তোমার স্বামী নিক জোনাসকে একদমই চেনো না যা দেখছি।’’