‘মোহ এবং মায়া, দুইই কি টুটিল?’ এক দিকে তিনি ‘পাতাল লোক’-এর সেরা সহ অভিনেতার নমিনেশন পেয়েছেন। নতুন বাংলা ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করেছেন। তার পরেও কেন নিজের মৃত্যু, শেষ ইচ্ছে নিয়ে মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়?
অভিনেত্রীর সাম্প্রতিক টুইট ফের ধাঁধাঁয় ফেলেছে নেটাগরিকদের। দিন কয়েক আগে অভিনেত্রী একটি টুইটে জানিয়েছিলেন, নতুন বাংলা ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। সোমবারই তার ঘোষণা করেন অভিনেত্রী। ‘হইচই’ ওটিটি প্ল্যাটফর্মে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘মোহমায়া’ সিরিজে দেখা যাবে তাঁকে। নতুন সিরিজে আরও এক নারী-কাহিনি। এবং আবারও সেই চরিত্রে তিনি।
দুটো ছবিও শেয়ার করেছেন স্বস্তিকা। একটি ছবিতে আল্পনায় লেখা ‘মোহমায়া’। আর একটিতে রুপোর ভারী চুটকি পরা আলতায় রাঙা তাঁর পা।
বিস্ফোরণ তার পরেই, ‘আর কিছু হোক না হোক, আমি মরে গেলে তোমরা জমিয়ে আমার রেট্রোস্পেকটিভটা করে দিও..!’