প্রায় এক মাস আগের কথা। আচমকাই নিজের ফেসবুকে পোস্টটি করেছিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী পৃথা চক্রবর্তী। জানিয়েছিলেন অভিনেতার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের কথা। যদিও এখন পৃথাকে প্রাক্তন স্ত্রী হিসাবেই সম্বোধন করা যায়। কারণ, তাঁদের আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। সমাজমাধ্যমের পাতায় পৃথার পোস্ট নিয়ে তোলপাড় হয়ে যায়। একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। এত দিন সমাজমাধ্যমের পাতা ঘাঁটলে সুদীপের স্ত্রী হিসাবে ‘পৃথা চক্রবর্তী’ নামটাই দেখা যেত ফেসবুকে। কিন্তু বিতর্কের পর রাতারাতি নাম বদলে ফেলেছেন তিনি। এখন খুঁজে দেখলে আর পৃথা নামের কোনও প্রোফাইল দেখা যাবে না। নাম বদলে সঞ্চারি চক্রবর্তী করেছেন তিনি। বিতর্কের জন্যই কি এই পরিবর্তন করলেন তিনি? অভিনেতা সুদীপ যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে সঞ্চারি ফেসবুক মেসেঞ্জারে জানান, সঞ্চারি তাঁর ভাল নাম।
আরও পড়ুন:
কিন্তু কেন নাম পরিবর্তন করলেন তিনি? দর্শকের একাংশের অনুমান,ফেসবুকে নিজেদের বিবাহবিচ্ছেদের কথা পোস্ট করার পরেই বিপুল সমালোচনা শুরু হয়েছিল। এমনকি নানা ধরনের কটূক্তিও শুনতে হয়েছে তাঁকে। যার ফলে অনেক ভাবনাচিন্তা করে নিজের নাম পরিবর্তন করেছেন পৃথা। দুই ছেলেকে নিয়ে বেহালার বাড়িতেই থাকছেন তিনি। সুদীপ থাকছেন অন্য বাড়িতে। যদিও বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে আসার পর পুরোটাই ‘রসিকতা’ বলে এড়িয়ে যান সুদীপ। তিনি বলেছিলেন, “চিন্তার কোনও কারণ নেই। আমরা এখনও একসঙ্গেই রয়েছি।’’ এরই সঙ্গে অনুরাগীদের কোনও রকমে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন সুদীপ। কিন্তু সত্যি কখনও কি চাপা থাকে! শেষে খোলসা হয় সবটাই। আপাতত দু’জনেই নিজেদের মতো করে জীবন কাটাচ্ছেন।