চোখে মোটা কাজল, কপালে বড় সিঁদুরের টিপ। একঢাল কোঁকড়ানো চুল। হাতের পরিবর্তে দেখা যাচ্ছে খড়। পরনে লাল জামা। আর গলায় লেবু, পানপাতার মালা। চিনতে পারছেন অভিনেত্রীকে?
তাঁকে প্রতি দিন ছোট পর্দায় দেখেন দর্শক। ‘ভিডিও বৌমা’ ধারাবাহিকে এই অবতারেই দেখা যাবে অভিনেত্রী রিখিয়া রায়চৌধুরীকে। তাঁকে এই মুহূর্তে ‘মাটি’ চরিত্রে দেখছেন দর্শক। এই ধারাবাহিকে প্রতি সপ্তাহেই কোনও না কোনও চমক পাচ্ছেন দর্শক। কিছু দিন আগে দেখা গিয়েছিল, ধারাবাহিকের গল্প মোড় নিয়েছিল বেহুলা-লখিন্দরের কাহিনির দিকে। আবার আসতে চলেছে নতুন কাহিনি। সে কারণেই ভোল বদলে ফেলতে হয়েছে নায়িকাকে। এ প্রসঙ্গে রিখিয়া বললেন, “নতুন গল্পের জন্য জামার ভিতরে খড় বেঁধে দেওয়া হয়েছিল। তাই খুব সমস্যাও হচ্ছিল। না বসতে পারছিলাম, না ঠিক করে দাঁড়াতে পারছিলাম— নিজে হাতে জল নিয়েও খেতে পারছিলাম না। তবে এমন কঠিন মুহূর্ত না এলে কি আর মজা হয়! খুবই উত্তেজিত এই অবতারে নিজেকে দেখার জন্য।”
আরও পড়ুন:
ভ্লগ করতে গিয়ে আদিবাসীদের গ্রামে পৌঁছোয় আকাশ (আরিয়ান ভৌমিক)-মাটি (রিখিয়া রায়চৌধুরী)। সেই আদিবাসীদের গ্রামে সে দিন চলছে গণবিবাহ অনুষ্ঠান। সেই লগ্নেই আকাশের সঙ্গে রাজকন্যার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন গ্রামের রাজা। বাকি আদিবাসীরাও তাকে ঘিরে ধরে। তখনই আকাশকে রক্ষা করতে আসে মাটি। বেশ বদলে হাজির হয় একেবারে অন্য অবতারে। অদ্ভুত পোশাকে।
পোশাকের তলায় সারা গায়ে খড় বেঁধে সে আকাশের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। সেই পরিস্থিতিতে আদিবাসীরা তার উপর আক্রমণ করে। কিন্তু তাদের বিষাক্ত তির মাটির কোনও ক্ষতিই করতে পারেনি। এই পরিস্থিতিতে আদিবাসীদের হাত থেকে কি আকাশকে রক্ষা করতে পারবে নায়িকা?