Advertisement
১৯ এপ্রিল ২০২৪
New Year

আরও স্মার্ট হবে ২০১৭, কিন্তু বাড়ছে বিপদও

২০১৭, কী আছে তোমার পেটিকায়? এক কথায় বলা যায় আগের থেকে উন্নত, আগের থেকে স্মার্ট একটি বছর আসতে চলেছে।

সুরিত ডস ও রত্নাঙ্ক ভট্টাচার্য
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ১৫:৫৯
Share: Save:

২০১৭, কী আছে তোমার পেটিকায়? এক কথায় বলা যায় আগের থেকে উন্নত, আগের থেকে স্মার্ট একটি বছর আসতে চলেছে ডিজিট্যাল দুনিয়ায়।

স্মার্টফোন

শুরুতেই কথা বলা যাক অ্যাপল-কে নিয়ে। এবং অ্যাপল মানে অনিবার্য ভাবে আসবে আইফোনের কথা। ২০১৭-তে আইফোনের ১০ বছর পূর্তি হচ্ছে। এ বার আইফোনের ডিজাইন সম্পূর্ণ পরিবর্তন করে ফেলা হতে পারে বলে গুঞ্জন। পাশাপাশি স্যামসাং-ও এ বার ভাঁজ করা ফোন নিয়ে আসতে পারে। লেনোভো ২০১৬-তে সি-প্লাস বলে এক ধরনের পরীক্ষামুলক ফোন এনেছিল যাঁকে ভাঁজ করে ঘড়ির মতো হাতে পরা যায়। একই পথে হাঁটতে পারে এলজি-ও। ২০১৬ থেকে স্মার্টফোনকে কাস্টমাইজ করার প্রবণতা শুরু হয়েছে। যেমন লেনোভো তাদের মোটোরোলা ব্র্যান্ডের মোটো জেড-এ ফোনের জন্য মোটো মোডস নিয়ে আসছে। ইচ্ছে মতো মোডস ফোনের সঙ্গে জুড়ে ফোনটি দিয়ে স্পিকার বা প্রজেক্টরের কাজ করানো যায়। এলজি-র ফোনেও এমন সুবিধা আছে। ২০১৭-তে আরও বেশ কয়েকটি সংস্থার ফোনে এই ধরনের সুবিধা আসতে চলেছে। স্মার্টফোনের প্রাণভোমরা তার প্রসেসরটি। ফোনের প্রেসসর তৈরির অন্যতম সংস্থা কোয়ালকম এর মধ্যেই জানিয়েছে, স্ন্যাপড্রাগন-৮৩৫ প্রসেসরটিকে নতুন বছরে আনতে চলেছে তারা। ২০১৭-তে বেশ কিছু দামী ও মাঝারি দামের ফোনে এই প্রসেসর ব্যবহার করা হতে পারে। কোনও কোনও সংস্থা মিডিয়াটেকের হেলিও এক্স ৩০ ব্যবহার করে। এই প্রসেসরের ১০টি কোর রয়েছে। অর্থাত্ স্মার্টফোন প্রায় বাড়ির কম্পিউটারের সমকক্ষ হয়ে উঠবে।

ভার্চুয়াল রিয়্যালিটি

কী হবে প্রসেসরের এত শক্তি দিয়ে? এর একটি ব্যবহার হবে ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর), অগমেন্টেড রিয়্যালিটি বা মিস্কড রিয়্যালিটির জন্য। এগুলোর জন্য প্রসেসরের এই ক্ষমতা দরকার। বেশ কয়েকটি সংস্থার ভিআর সেট এখন পাওয়া যাচ্ছে। যেমন গুগলের ডে ড্রিম ভিউ। এ বার স্মার্টফোনকে সরাসরি ডে ড্রিম ভিউ-এর সঙ্গে প্লাগ-ইন করে নেওয়া যাবে। ভিআর সেটেই গেম খেলুন, সিনেমা দেখুন। আপাতত স্যামসাং গ্যালাক্সি এস৭-এ ভিআর-এর সুবিধা পাওয়া যায়। সামনের বছরে আরও বেশ কিছু দামী এবং মাঝারি দামের সেটেও এই সুবিধা মিলবে। এর জন্য স্মার্টফোনগুলির রেজোলিউশন অনেক বাড়াতে হবে। অতিরিক্ত রেজোলিউশনের জন্যও বেশি ক্ষমতার প্রসেসর দরকার।

অগমেন্টেড রিয়্যালিটি-র (এআর) জগতে চলতি বছর পোকেমন গেমটি ঝড় তুলেছিল। এই পথে হাঁটতে পারে আরও কয়েকটি গেম নির্মাতা সংস্থাও। সঙ্গে রয়েছে স্মার্টফোন, কম্পিউটার এবং সফটওয়্যার নির্মাতারা। সামনের বছরে মাইক্রোসফট উইন্ডোজ ১০-এর যে ভার্সন নিয়ে আসছে সেটিকে এআর-এর উপযুক্ত করে তুলছে। একই সঙ্গে এআর, ভিআর-এর উপযুক্ত নতুন চিপ এবং প্রসেসর নিয়ে কাজ করছে ইন্টেল ও নাভেদা-র মতো দুই মহারথী।

শক্তিশালী মোডেম

এই ধরনের কাজ করার জন্য প্রয়োজন দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা। ২০১৭-এ মোডেম প্রযুক্তির ক্ষেত্রে ব়ড়সড় উন্নতি হতে পারে। স্যামসাঙের গ্যালাক্সি এস-৭ এবং আইফোন-৭ এ প্রায় ৬০০ এমবিপিএস গতিতে তথ্য ডাউনলোড করা যায়। আপলোড করা যায় ১৫০ এমবিপিএস গতিতে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন একে-১৬ মোডেমে আপলোডের গতি পৌঁছবে প্রায় এক জিবি প্রতি সেকেন্ডে।

আরও পড়ুন: আরও স্মার্ট হবে ২০১৭, কিন্তু বাড়ছে বিপদও

কর্মক্ষেত্রে যোগাযোগের সুবিধা

কাজের জগতে একা একা কাজ হয় না। সবাই মিলে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার দরকার পড়ে। সেখানে পরস্পরের মধ্যে যোগাযোগ থাকার দরকার। যোগাযোগ রাখার জন্য নানা মেসেজিং অ্যাপ বেরিয়ে গিয়েছে। কিন্তু কর্মক্ষেত্রের উপযোগী অ্যাপের সংখ্যা বেশ কম। এ ক্ষেত্রে নতুন বছরে দু’টি অ্যাপ এগিয়ে রয়েছে। একটি হল স্ল্যাক। এই সংস্থার দাবি, মঙ্গলে যন্ত্রযান যাঁরা পাঠিয়েছিল তাঁরা স্ল্যাক ব্যবহার করে। বিষয় অনুযায়ী চ্যানেল তৈরি করা, চ্যানেলের মধ্যে আলাদা ভাবে বার্তা পাঠানো বা কথা বলা, যে কোনও ধরনের ফাইল শেয়ার করার সুবিধা আছে স্ল্যাকে। পাশাপাশি স্ল্যাকে সব কিছু আর্কাইভ করা থাকে। ফলে পরে খুঁজে পাওয়ার সুবিধা রয়েছে। পাশাপাশি ফাইলগুলির ভিতরে কী আছে তাও খোঁজা সম্ভব। এমনকী অন্য অ্যাপ স্ল্যাকে সিঙ্ক করে নেওয়া যায়। ফলে অন্য অ্যাপের নোটিফিকেশন স্ল্যাকেই পাওয়া যায়। মাইক্রোসফট টিমস-এ অফিস ৩৬৫-এর মধ্যেই এই ধরনের চ্যাটের সুবিধা মিলবে। ছোট, বড়, ব্যক্তিগত নানা ধরনের গ্রুপ তৈরি করা যাবে। গ্রুপের মধ্যেই স্কাইপ করা যাবে। সুরক্ষার ব্যবস্থাটি মাইক্রোসফট-ই দেখবে। তথ্য এনক্রিপ্ট করা থাকবে।

আরও পড়ুন: কণা থেকে ব্রহ্মাণ্ড, বিজ্ঞানে মাইলস্টোন হতে যাচ্ছে ২০১৭

মাইক্রোসফট সারফেস

সারফেসকে সম্বল করে ২০১৭-তে অ্যাপলকে কড়া চ্যালেঞ্জ দিতে চাইছে মাইক্রোসফট। এর আগে স্মার্টফোন নিয়ে অ্যাপলের সঙ্গে দৌড়ে বিশেষ এঁটে উঠতে পারেনি মাইক্রোসফট। এ বার নিয়ে আসছে সারফেস। সারফেস প্রো-৪, সারফেস স্টুডিও আর সারফেস বুক— তিন ধরনের সারফেস আছে মাইক্রোসফটের। সারফেস প্রো-৪-এর লড়াই আইপ্যাডের সঙ্গে। সারফেস বুক লড়বে ম্যাকবুকের সঙ্গে। আর আইম্যাকের সঙ্গে লড়বে সারফেস স্টু়ডিও। মেমরি, প্রসেসর, ডিসপ্লে, সেনসর— প্রতিটি বিভাগে পাশাপাশি রাখলে সারফেস এখনই অ্যাপলের থেকে বেশ এগিয়ে। মাইক্রোসফট ২০১৭-তে নতুন ধরনের আরও সারফেস বাজারে আনবে। ফলে অ্যাপল-কে ২০১৭-তে কড়া টক্করের সামনে পড়তে হবে।

স্মার্টগাড়ি

সামনের বছরে গাড়িগুলি আরও স্মার্ট হয়ে উঠবে। সৌজন্যে গুগলের অ্যানড্রয়েড অটো আর অ্যাপলের কার প্লে। রাস্তা চিনিয়ে দেওয়া, স্টিয়ারিং না ছেড়ে ফোন করা, গান শোনা, ফোনের মেসেজ দেখা থেকে শুরু করে ভয়েস কমান্ড ব্যবহারের সুবিধা— সবই হবে। শুধু নিজের অ্যানড্রয়েড বা আইফোনটিকে গাড়ির ডিসপ্লের সঙ্গে জুড়ে দিতে হবে। আইফোনের ক্ষেত্রে সিরি-কে নির্দেশ দিতে হবে। সেই মতো কাজ হতে থাকবে। আর অ্যানড্রয়েডে কাজটি করবে অ্যানড্রয়েড অটো।

স্মার্ট ঘড়ি ও চশমা

শুরু হয়েছিল কয়েক বছর আগেই। ২০১৭-তে আরও জোরদার হবে পরিধেয় যন্ত্রপাতির দুনিয়া। প্রথমেই ঘড়ির কথায় আসা যাক। স্যামসাং আর অ্যাপলের স্মার্টওয়াচ তো ছিলই, এ বার নিজেদের স্মার্টওয়াচ আনার কথা বলেছে গুগলও। স্মার্টওয়াচের জন্য অসংখ্য অ্যাপ আসতে চলেছে। বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপগুলি স্মার্টওয়াচে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি চশমার ক্ষেত্রেও নতুন কিছু দেখা যেতে পারে। বেশ কিছু দিন ধরেই বাজারে রয়েছে গুগল গ্লাস, সোনি, এপসন-সহ বেশ কয়েকটি সংস্থার স্মার্ট চশমা। সেই সব চশমার নতুন সংস্করণ আসতে পারে। সঙ্গে যোগ হতে পারে নতুন নতুন বৈচিত্র।

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের হ্যাকিং

সব কিছুই ভাল নয়। স্মার্টে বিপদও বাড়ছে। এখন প্রতি দিন হ্যাকিং-এর কোনও না কোনও ঘটনা সামনে আসে। সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনেও রাশিয়ার হ্যাকারদের হস্তক্ষেপ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কিন্তু ২০১৭-তে মানুষ ছাড়াই হ্যাকিং হয়ে যেতে পারে। কারণ, আসতে চলছে এমন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) যা হ্যাকিং করতে সক্ষম। ফলে মানুষের ভুলত্রুটি ক্লান্তি কোনও ছাপ পড়বে না। নিরন্তর হ্যাকিং-এর কাজ চালিয়ে যাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Digital India Smart Phone New Year 2017
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE