Advertisement
E-Paper

ভাল ঘুমের সঙ্গে হরমোনের সম্পর্ক কী? মেলাটোনিনে ভরপুর ৫টি খাবার ডায়েটে রাখলে উপকার পাবেন

ভাল ঘুমের ক্ষেত্রে মেলাটোনিন হরমোনের গুরুত্ব অপরিসীম। কোন কোন খাবারে মেলাটোনিনের মাত্রা বেশি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ২০:২০
5 foods high in melatonin to consume for a good night sleep

— প্রতীকী চিত্র।

পর্যাপ্ত ঘুম না হলে দিনটাই মাটি হয়ে যেতে পারে। সুস্থ জীবনযাপনের অপরিহার্য অংশ ঘুম। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চিকিৎসকদের একাংশ দৈনিক ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমের পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু ভাল ঘুমের নেপথ্যে রয়েছে মেলোটোনিন হরমোনের অবদান। মেলাটোনিনে পরিপূর্ণ ৫টি খাবার দৈনিক ডায়েটে রাখলে উপকার পাওয়া যেতে পারে।

ঘুম এবং মেলাটোনিন

মস্তিষ্কে পিনিয়াল গ্রন্থি মেলাটোনিন নামক হরমোনটি তৈরি করে। মানুষের ঘুম-জাগরণ চক্রের নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই হরমোনটির গুরুত্ব অপরিসীম। সাধারণত সূযাস্তের পর দেহে মেলাটোনিনের পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করে, যার ফলে শরীর ঘুমের সময় বুঝতে পারে। অন্য দিকে, ভোর নাগাদ দেহে এই হরমোনের মাত্রা পুনরায় কমতে শুরু করে। যার ফলে আমাদের ঘুম ভাঙে।

মেলাটোনিন উৎপাদক খাবার

১) দুধ: দুধের মধ্যে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে, যা মস্তিষ্কে মেলাটোনিন তৈরিতে সাহায্য করে। তাই অনেক সময়েই ঘুমের আগে চিকিৎসকেরা গরম দুধ সেবনের পরামর্শ দিয়ে থাকেন।

২) মাছ: তেলযুক্ত মাছে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি৬। এই ভিটামিনটি দেহে মেলাটোনিন তৈরিতে সাহায্য করে। প্রতিদিনের ডায়েটে মাছ খেতে পারলে, ঘুম ভাল হয়।

৩) বাদাম: কাঠবাদাম, আখরোটের মধ্যে প্রচুর পরিমাণে মেলাটোনিন ও ম্যাগনেশিয়াম থাকে, যা ভাল ঘুমের জন্য উপকারী। ঘুমের আগে অল্প পরিমাণে বাদাম খেলে তা ক্লান্তি দূর করে ঘুমোতে সাহায্য করে।

৪) কলা: কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা পরোক্ষে দেহে মেলাটোনিন উৎপাদনে সাহায্য করে। তাই প্রতিদিনের ডায়েটে কলা থাকলে ঘুমও ভাল হবে।

৫) ডিম: ট্রিপ্টোফ্যানের উৎস ডিম। তাই রাতের খাবারে ডিম রাখলে ঘুমের ক্ষেত্রে উপকার পাওয়া যেতে পারে।

sleep sleep cycle Sleep Tips healthy food
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy