Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Eye Care Tips

মাথা ঘোরা ছাড়া আর কী কী লক্ষণ দেখলে বুঝবেন চশমা বদলাতে হবে?

এমন বেশ কিছু লক্ষণ আছে, যা দেখলে সঙ্গে সঙ্গে চশমা বদলের কথা ভাবতে হবে। জেনে নিন কোন কোন লক্ষণ অবহেলা করলে বিপদ!

এমন বেশ কিছু লক্ষণ আছে যা দেখলে সঙ্গে সঙ্গে চশমা বদলের কথা ভাবতে হবে।

এমন বেশ কিছু লক্ষণ আছে যা দেখলে সঙ্গে সঙ্গে চশমা বদলের কথা ভাবতে হবে। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১২:৫৮
Share: Save:

বছরের পর বছর ধরে মা-কাকিমারা এক চশমা পরেই কাজ চালিয়ে যান। চশমা না ভাঙলে চশমা পরিবর্তন নিয়ে চিন্তা তাঁদের মাথায় আসে না। অনেকের ক্ষেত্রেই চোখের পাওয়ার খুব অল্প পরিমাণে বদলায়। সহজে টের পাওয়া যায় না। কিন্তু দীর্ঘ দিন সেগুলি খেয়াল না করলে চোখের বারোটা বাজে।

এমন বেশ কিছু লক্ষণ আছে যা দেখলে সঙ্গে সঙ্গে চশমা বদলের কথা ভাবতে হবে। জেনে নিন, কোন কোন লক্ষণ অবহেলা করলে বিপদ!

ক্লান্ত চোখ

ঘুম থেকে উঠেও চোখ খুলতে ইচ্ছে করছে না? না ঘুমভাব নয়, এক অস্বস্তিভাব কাজ করছে! এমনটা হতেই পারে পাওয়ার বাড়ার লক্ষণ।

বার বার পলক ফেলা

যে কোনও কাজ করতে করতে বার বার চোখের পলক পড়ে যাচ্ছে? বার বার চোখের পলক পড়লে চোখের উপর বেশি চাপ পড়ে। এ ক্ষেত্রে দেরি না করে চোখের পাওয়ার পরীক্ষা করিয়ে নিন। চশমা বদলাতে হতে পারে।

তীব্র মাথা যন্ত্রণা

নিয়মিত মাথা যন্ত্রণা করে? অথচ কোনও কারণ খুঁজে পাচ্ছেন না। চোখের পাওয়ারে সামান্য হেরফের হলেই মাথা ব্যথার মতো লক্ষণ দেখা যায়। এ ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে পাওয়ার মাপিয়ে দেখুন। প্রয়োজনে চশমা বদলান।

অনেকের ক্ষেত্রেই চোখের পাওয়ার খুব অল্প পরিমাণে বদলায়।

অনেকের ক্ষেত্রেই চোখের পাওয়ার খুব অল্প পরিমাণে বদলায়। ছবি: সংগৃহীত

অস্পষ্ট দৃষ্টি

অনেক সময় চোখের নানা সমস্যায় দৃষ্টি ঝাপসা হয়ে যায়। কিন্তু চশমা বদলেই তার সমাধান করা যেতে পারে।

‘ডাবল ভিশন’

চোখ ঘোরালেই সামনের জিনিসটি জোড়ায় দেখছেন? এমনটা হলে বুঝতে হবে চশমা বাদলানোর সময় এসেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Eye Care Tips Eye
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE