দৈনন্দিন সমস্যা। সে ছোট হোক বা বড় হোক, সমাজমাধ্যমে তার উত্তর তৈরি। ওজন কমানো থেকে প্রসাধন, গায়ের দুর্গন্ধ কী ভাবে কমবে, কী ভাবে পেঁয়াজ, রসুন দেওয়া খাবার খাওয়ার পর মুখের গন্ধ দূর করা যাবে— এমন হাজারো সমস্যার সমাধান বাতলে দিচ্ছেন কোনও না কোনও নেটপ্রভাবী।
আর তাতেই জানা গিয়েছে, কাঁচা পেঁয়াজ খেয়ে মুখের গন্ধ দূর করতে গেলে সামান্য কয়েক ফোঁটা গ্লিসারিনই যথেষ্ট। জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে কুলকুচি করে নিলেই মিলতে পারে সহজ সমাধান, এমনই দাবি মঞ্জু মিত্তল নামে এক সমাজমাধ্যমপ্রভাবীর।
কিন্তু সত্যি কি ঘরোয়া টোটকা কাজের?
ভাত, রুটি হোক বা বিরিয়ানি, খাবার পাতে স্যালাড খাওয়ার চল রয়েছে। স্যালাডে যদি কেউ কাঁচা পেঁয়াজ খান, সমস্যা হয় তখনই। কুলকুচি করে নিলেও পেঁয়াজের বিশ্রি গন্ধ মুখ থেকে যেতে চায় না। তা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় অনেক সময়েই। এর কারণও আছে। পেঁয়াজ, রসুনে থাকে সালফার। যখন পেঁয়াজ বা রসুন কাটা হয়, রান্না হয়, চিবোনো হয় তা থেকে কিছু উৎসেচক, অ্যাসিড বের হয়। গন্ধের পিছনে থাকে এই অ্যাসিডই, বলছেন মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালের পুষ্টিবিদ রিয়া দেশাই।
গ্লিসারিনে থাকে গ্লিসেরল। এই উপাদানটি গন্ধ এবং বর্ণহীন। এর স্বাদ কিছুটা মিষ্টি। পুষ্টিবিদের কথায়, গ্লিসারিন যুক্ত দাঁতের মাজন, মাউথওয়াশ ব্যাক্টেরিয়া দূর করতে সাহায্য করে। দাঁত এবং মাড়ি ভাল রাখে।
তবে চিকিৎসক সুবর্ণ গোস্বামীর কথায়, মুখের দুর্গন্ধ দূর করতে গ্লিসারিন জল দিয়ে কুলকুচি করা খুব একটা গ্রহণযোগ্য পন্থা হতে পারে না। তিনি বলছেন, ‘‘গ্লিসারিন দিয়ে কুলকুচি করা কোনও ঘরোয়া টোটকা হতে পারে। তবে এতে কতটা কাজ হয় বা আদৌ গ্লিসারিন দিয়ে কুলকুচি করা ঠিক কি না, তা নিয়ে সংশয় আছে।’’
বরং মুখে দুর্গন্ধ হলে ক্লোরহেক্সাডিন জাতীয় মাউথওয়াশ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। সুবর্ণ বলছেন, ‘‘গ্লিসারিনের বদলে নুন জলে কুলকুচি করলেও কাজ হবে।’’
গ্লিসারিন জলে কুলকুচি করতে গিয়ে তা পেটে চলে গেলে বিপত্তির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। পুষ্টিবিদ শম্পা চক্রবর্তীও চিকিৎসকের মতোই সংশয়ে, আদৌ এই টোটকা কাজের কি না তা নিয়ে। তাঁর মতে, পেঁয়াজ বা রসুন খেয়ে মুখে দুর্গন্ধ হলে তা থেকে মুক্তির আরও অনেক সহজ উপায় আছে। প্রথমত, দাঁত মেজে নেওয়া যেতে পারে। বাজারচলতি মাউথওয়াশ ব্যবহার করতে না চাইলে ঈষদুষ্ণ জলে লবঙ্গ দিয়ে কুলকুচি করতে পারেন। মুখে এলাচ রাখলেও সমস্যার সমাধান হতে পারে। সাইট্রাস জাতীয় ফল, যেমন লেবুর জল বা শরবত খেলেও মুখের গন্ধ চলে যাবে।