Advertisement
০২ মে ২০২৪
Weight Loss Recipes

ওজন নিয়ন্ত্রণ থেকে প্রোটিনের ঘাটতি পূরণ, সবই করবে পালং-ডাল, কী ভাবে রাঁধবেন?

উদ্ভিজ্জ প্রোটিনের উৎস হল ডাল। ভাতের সঙ্গে ডাল কমবেশি সকলেই খেয়ে থাকেন। সঙ্গে শুধু যোগ করতে হবে পালং শাক।

How Palak Dal can shed kilos with high Protein-Iron rich dish.

ওজন ঝরাবে ডাল। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৯
Share: Save:

পুজোর পর থেকেই জোরকদমে শরীরচর্চা করতে শুরু করেছেন। মাসখানেক যেতে না যেতেই আবার বিয়ের মরসুম শুরু। এই সব কিছুর মাঝে ওজন ঝরানো বেশ মুশকিল হয়ে পড়েছে। ওজন ঝরাতে প্রোটিনের যথেষ্ট ভূমিকা রয়েছে। কিন্তু যাঁরা মাছ, মাংস বা ডিম খেতে পছন্দ করেন না, তাঁরা কী খাবেন? তবে পুষ্টিবিদেরা বলছেন, এ ক্ষেত্রে পালং শাক দিয়ে তৈরি ডাল কিন্তু অসাধারণ একটি বিকল্প হতে পারে। উদ্ভিজ্জ প্রোটিনের উৎস হল ডাল। ভাতের সঙ্গে ডাল কমবেশি সকলেই খেয়ে থাকেন। সঙ্গে শুধু যোগ করতে হবে পালং শাক।

কী ভাবে তৈরি করবেন এই পালং-ডাল?

উপকরণ

অড়হর ডাল: ১ কাপ

মুগ ডাল: আধ কাপ

পালং শাক: ২ কাপ

পেঁয়াজ কুচি: আধ কাপ

রসুন কুচি: ২ টেবিল চামচ

টোম্যাটো কুচি: আধ কাপ

কাঁচালঙ্কা কুচি: ২-৩টি

আদা কুচি: ১ টেবিল চামচ

নুন: স্বাদ অনুযায়ী

চিনি: আধ চা চামচ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

ধনে গুঁড়ো: আধ চা চামচ

হিং পাউডার: আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ

সর্ষের তেল: ৪ টেবিল চামচ

গোটা জিরে: আধ চা চামচ

শুকনো লঙ্কা: ১টি

তেজপাতা: ১টি

How Palak Dal can shed kilos with high Protein-Iron rich dish.

কী ভাবে তৈরি করবেন এই পালং-ডাল? ছবি: সংগৃহীত।

প্রণালী

১) ডাল ধুয়ে ঘণ্টা দুয়েক ভিজিয়ে রাখুন। তার পর প্রেশার কুকারে সামান্য তেল এবং নুন দিয়ে তা সেদ্ধ করে নিন।

২) এ বার কড়াইতে তেল গরম করতে দিন। তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিন গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা।

৩) এ বার দিয়ে দিন পেঁয়াজ, আদা এবং রসুন কুচি। ভাল করে ভাজা হয়ে গেলে টোম্যাটো, লঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকুন।

৪) এর পর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করে একেবারে শেষে দিয়ে দিন পালং শাক।

৫) এ বার সেদ্ধ করা ডাল দিয়ে দিন। ভাল করে ফুটিয়ে নুন এবং সামান্য চিনি দিয়ে দিন।

৬) চাইলে নামানোর আগে উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে নিতে পারেন।

৭) স্বাদের জন্য অনেকেই উপর থেকে ভাজা পেঁয়াজ-রসুনও ছড়িয়ে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE