Advertisement
E-Paper

রাত জেগে মোবাইলে ব্যস্ত থাকেন? অজান্তে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, রইল ৫ সতর্কতা

রাতে দেরি করে ঘুমোন অনেকেই। নেপথ্যে থাকে মোবাইল। এই অভ্যাসের ফলে শরীরের একাধিক সমস্যা হতে পারে। তাই সময়ে সতর্ক হওয়া উচিত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৮
How poor sleep can silently harm your body in unimaginable ways

প্রতীকী চিত্র। ছবি: এআই।

নতুন প্রজন্ম থেকে শুরু করে বয়স্কেরাও এখন রাত জেগে মোবাইলে ব্যস্ত। অনেকেই বলেন, রাত জাগলে চোখের নীচে কালি পড়বে। কিন্তু রাত জেগে মোবাইল দেখার আরও নানা সমস্যা রয়েছে। তাই চিকিৎসকেরা নানা ভাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে থাকেন।

১) ওজন বৃদ্ধি: রাতে জেগে থাকলে দেহে হরমোনের তারতম্য ঘটে। তার ফলে খিদে পায়। নিত্য দিন এই অভ্যাসে অজান্তেই দেহের ওজন বৃদ্ধি পাবে।

২) হরমোন: দেহে দীর্ঘ দিন ব্যাপী হরমোনের তারতম্য ঘটতে থাকলে মেটাবলিজমের হার বাধাপ্রাপ্ত হয়। তার ফলে কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়া।

৩) ডায়াবিটিস: দীর্ঘ দিন রাতে জেগে থাকলে অনিদ্রার সমস্যা শুরু হয়। তার ফলে রক্তে ইনসুলিনের তারতম্য ঘটে। ফলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

৪) রক্তচাপ: রাত জাগার ফলে রক্তচাপের তারতম্য ঘটতে পারে। তার ফলে দীর্ঘকালীন পরিস্থিতিতে হার্টের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে।

৫) মানসিক স্বাস্থ্য: ঘুম শরীরকে বিশ্রাম দেয়। কিন্তু রাত জাগার ফলে ঘুম না হলে সময়ের সঙ্গে উদ্বেগ, মুড সুইং এবং ব্রেন ফগ বাড়তে থাকে।

Mobile Addiction Screen Time Late Night Snacks Health Risk Mobile Use
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy