মানসিক চাপের জন্য শরীর খারাপ হওয়ার কথা অনেক সময়েই শুনেছেন। কিন্তু তা কেন হয়? তার প্রভাব কী ভাবে পড়ে শরীরের উপরে? রোজের জীবনে কি কোনও বদল আনে মানসিক চাপ?
অতি ব্যস্ত শহুরে জীবনে এমন অনেক প্রশ্নই মনের মধ্যে ঘুরপাক খায়। বেশি কাজ বা সংসারের নানা চিন্তা একসঙ্গে এসে পড়লেই মনে হয় মানসিক চাপ বাড়ছে। কিন্তু সে সব ভাবার আগে বুঝতে হবে মানসিক চাপ কী এবং তার উপসর্গই বা কেমন?
মানসিক চাপ যে কারওরই থাকে। পরীক্ষা থাক বা নতুন কাজে যোগ দেওয়ার কথা হোক— চাপ সৃষ্টি হয় মনের মধ্যে। এ এক স্বাভাবিক মানসিক প্রক্রিয়া। সমস্যা হয় চাপ বাড়তে থাকলে। একটা মাত্রা ছুঁয়ে ফেললে সে চাপ আর কমতে চায় না। শরীরের উপরেও প্রভাব পড়ে তখন। শরীর নানা ভাবে তা জানানও দিতে থাকে।