Advertisement
E-Paper

হাজারের বেশি দুরারোগ্য ও বিরল রোগ চিহ্নিত করবে এআই! নতুন মডেল আবিষ্কারের দাবি গবেষকদের

বিশ্বের বিভিন্ন দেশের বায়োব্যাঙ্কে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে জটিল ও বিরল রোগ চেনার ক্ষমতাসম্পন্ন এমন অ্যালগোরিদ্‌ম তৈরি হয়েছে যা ভবিষ্যতে অনেক দুরারোগ্য অসুখ নিরাময়ের উপায় হয়ে উঠতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৭:০৬
Scientists had created an AI model able to predict Over 1,000 Diseases in advance

হাজারের বেশি রোগ চিনতে পারবে এআই টুল, নতুন আবিষ্কারের দাবি। ছবি: ফ্রিপিক।

হাজারের বেশি দুরারোগ্য ব্যাধি চিনতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত যন্ত্র। এমনটাই দাবি গবেষকদের। ‘দ্য নেচার’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে ব্রিটেন, জার্মানি, সুইৎজ়ারল্যান্ডের বিজ্ঞানীরা একযোগে দাবি করেছেন, নতুন আবিষ্কৃত এআই টুল যে কোনও বিরল ও দুরারোগ্য রোগ চিনতে পারবে, তার চিকিৎসাপদ্ধতিও বলতে পারবে। বিশ্বের বিভিন্ন দেশের বায়োব্যাঙ্কে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে জটিল ও বিরল রোগ চেনার ক্ষমতাসম্পন্ন এমন অ্যালগরিদ্‌ম তৈরি হয়েছে, যা ভবিষ্যতে অনেক দুরারোগ্য অসুখ নিরাময়ের উপায় হয়ে উঠতে পারে।

নতুন এআই টুলের নাম ‘ডেলফি-২এম এআই’। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এমন এক অ্যালগরিদ্‌ম, যাতে কয়েক হাজার রোগের তথ্য দেওয়া আছে। গবেষকদের দাবি, জিনগত অনেক বিরল রোগের শনাক্তকরণও সম্ভব ওই যন্ত্রে।

চিকিৎসাক্ষেত্রে ক্রমেই উন্নতি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার। রোগের কারণ খুঁজতে, তার নিরাময়ের পথ আবিষ্কারে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছেন অনেক গবেষকই। এমনকি, আগেভাগে হার্টের রোগ বা ক্যানসারের আশঙ্কা ধরতেও এআই টুলকেই কাজে লাগানো হচ্ছে। গবেষকেরা দাবি করছেন, যে কোনও দুরারোগ্য রোগ বা জিনগত রোগে কোষের ডিএনএ-তে বিপুল বদল আসে। কিছু ক্ষেত্রে ডিএনএ বা জিনের রাসায়নিক বদল (মিউটেশন)-ও হয় । এই বদলটা চিনতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। আপাতত পরীক্ষামূলক ভাবে এই এআই টুলের ব্যবহার করে দেখছেন গবেষকেরা। কম্পিউটার অ্যালগরিদ্‌ম ঠিকমতো কাজ করছে কি না, এআই প্রযুক্তি রোগের সঠিক শনাক্তকরণ ও চিকিৎসাপদ্ধতি বলতে পারছে কি না, তার খুঁটিনাটি খেয়াল রাখা হচ্ছে। গবেষকেরা জানাচ্ছেন, এই পদ্ধতি যদি সফল হয়, তা হলে বেশ কিছু বিরল ও মারণ রোগ থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব হবে। আরও উন্নত চিকিৎসাপদ্ধতি নিয়ে গবেষণা করাও সম্ভব হবে।

Artificial Intelligence Rare Disease Genetic Disease
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy