Advertisement
E-Paper

রুটি খাওয়া ছেড়েছেন, সিদ্ধ সব্জি খেয়েই ডায়েট করছেন সোনু সুদ, এই অভ্যাস কি স্বাস্থ্যকর?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনু বলেছেন, তিনি একেবারেই একঘেয়ে খাবার খান। যাকে বলে সাদামাঠা হাসপাতালের মতো খাবার। অথচ তাঁর বাড়িতে সেরা রাঁধুনিরা রয়েছেন। ডায়েট থেকে রুটি বা চাপাটি একেবারেই বাদ দিয়ে দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১২:০০
Sonu Sood shared his diet regimen and what keeps him fit

রুটি খাওয়া ছেড়েছেন সোনু, এমন ডায়েট কি শরীরের জন্য ভাল? ফাইল চিত্র।

মদ-মাংস ছুঁয়েও দেখেন না। সম্পূর্ণ নিরামিষ আহার করেন। নিয়মিত শরীরচর্চা ও কঠোর ডায়েটই সোনু সুদের ‘ফিটনেস’ মন্ত্র। তাঁর সুগঠিত শরীর ও নিয়মানুবর্তিতা দেখে অনুপ্রাণিত হন অনেকেই। সমাজমাধ্যমে প্রায়ই নিজের শরীরচর্চার ভিডিয়ো শেয়ার করেন সোনু। তিনি কী ধরনের খাবার খান, সে নিয়েও বিভিন্ন সাক্ষাৎকারে নানা কথা জানিয়েছেন অভিনেতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনু বলেছেন, তিনি একেবারেই একঘেয়ে খাবার খান। যাকে বলে সাদামাঠা হাসপাতালের মতো খাবার। অথচ তাঁর বাড়িতে সেরা রাঁধুনিরা রয়েছেন। বাড়ির সকলের জন্য সুস্বাদু আমিষ রান্না হলেও তিনি সম্পূর্ণ নিরামিষ খাবারই খান। আর ডায়েট থেকে রুটি বা পরোটা একেবারেই বাদ দিয়ে দিয়েছেন তিনি।

দুপুরে কোনও কোনওদিন সামান্য ডাল-ভাত খেলেও ‘লো কার্ব’ বা ‘নো কার্ব’ ডায়েটই তিনি অভ্যস্ত হয়ে পড়েছেন। প্রাতরাশে খান ডিমের সাদা অংশ, স্যালাড, সিদ্ধ সব্জি, সিদ্ধ পেঁপে বা অ্যাভোকাডো। দুপুরে বেশির ভাগ সময়েই সিদ্ধ সব্জি ও স্যালাড। ‘চিট মিল’-এ একেবারেই বিশ্বাসী নন। কঠোর ভাবে রোজের ডায়েট মেনে চলেন।

এখন কথা হল, রোজের খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট একেবারেই ছেঁটে ফেলা কি ঠিক? এই বিষয়ে পুষ্টিবিদ শম্পা চক্রবর্তীর মত, রুটি বা চাপাটি এবং ভাত ডায়েট থেকে বাদ দিলে প্রথম প্রথম শরীর হালকা লাগবে। পেটের সমস্যা, বদহজমের ধাত থাকলে তা কমে যাবে। চেহারায় জেল্লা আসবে, অনেক বেশি তরতাজা দেখাবে। কিন্তু কিছু সময় পর থেকেই শরীর দুর্বল হতে শুরু করবে। জটিল জৈব যৌগ কার্বোহাইড্রেটের মূল উপাদান কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। শরীরের জ্বালানি হল কার্বোহাইড্রেট। এটি জারিত হয়ে শরীরে শক্তি জোগায়। শরীরে শক্তির প্রাথমিক উপাদানই হল কার্বোহাইড্রেট। তাই রোজের খাদ্যতালিকায় প্রোটিন, ভিটামিন বা খনিজ সমৃদ্ধ খাবার যতই রাখুন না কেন, কার্বোহাইড্রেট রাখতেই হবে। শরীর গড়তে (স্ট্রাকচারাল গ্রোথ)-এর জন্য কার্বোহাইড্রেটই প্রধান উপকরণ।

যতটা ক্যালোরি প্রয়োজন তার মধ্যে ৪৫% থেকে ৬৫% কার্বোহাইড্রেট থেকে আসা উচিত। যার ২০০০ ক্যালোরির প্রয়োজন, তার ৯০০ থেকে ১৩০০ ক্যালোরি আসা উচিত কার্বোহাইড্রেট থেকে। তাই রোজের ডায়েটে ২৫০ থেকে ৩৬০ গ্রামের মতো কার্বোহাইড্রেট রাখতেই হবে। যাঁরা ‘লো কার্ব’ ডায়েট করছেন, তাঁদের দিনে ৫০-১০০ গ্রাম কার্বোহাইড্রেট খেতেই হবে। দুপুরে এক কাপ ভাত বা রাতে হাতে গড়া দুটি রুটি ও সব্জি খেলে সেই চাহিদা পূরণ হবে। সহজপাচ্য যে কোনও খাবার রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে কার্বোহাইড্রেট এই দিক থেকে নিরাপদ।

ওজন ঝরানোর জন্য যাঁরা ভাত বা রুটি বাদ দিয়েছেন, তাঁদের কার্বোহাইড্রেটের জন্য বিকল্প খাবার বেছে নিতে হবে। বিভিন্ন দানাশস্য, যেমন ওট্‌স, ডালিয়া, কিনোয়া, সব্জি, বিন্‌স, কড়াইশুঁটি খেতে হবে। স্বাস্থ্যকর ফ্যাট, প্রয়োজনীয় নানা ভিটামিন এবং খনিজে ভরপুর বাদাম এবং বিভিন্ন ধরনের বীজ রাখা যেতেই পারে ‘নো কার্ব’ ডায়েটে। কাঠবাদাম, আখরোট, কাজুও খেতে হবে। তবে ‘নো কার্ব’ ডায়েট স্বাস্থ্যকর নয়। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সমপরিমাণে আছে, এমন সুষম ডায়েটই শরীরের জন্য জরুরি। তাই পুষ্টিবিদের পরামর্শ নিয়েই ডায়েট ঠিক করা উচিত।

Sonu Sood Vegetarian Food Diet Diet Tips Low Carb Diet Weight Loss Diet Plan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy