ভিটামিন ও বিভিন্ন খনিজ পদার্থে সমৃদ্ধ সর্ষে বাঙালির রসনাবিলাসে অন্যতম একটি উপকরণ। ইলিশ হোক বা চিংড়ি, সর্ষে দিয়ে রাঁধলে জমে যায় খাওয়াদাওয়া। জানেন কি সর্ষে শুধু স্বাদের খেয়ালই রাখে না, শরীরের সার্বিক সুস্থতার জন্যেও সর্ষে ভীষণ উপকারী।
ক্যানসার প্রতিরোধে
সর্ষের বীজে রয়েছে গ্লুকোসিনোলেটস এবং মাইরোসিনোজের মতো যৌগ উপাদান।তা শরীরে ক্যানসার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।