চলতি কোভিড স্ফীতিতে সুস্থ থাকাটা ভীষণ জরুরি। শুধু করোনা নয়, অন্যান্য ভাইরাস থেকে সুস্থ থাকতে নিজেদের মধ্যে প্রতিরোধ শক্তি গড়ে তোলা জরুরি। যাতে কোনও অসুস্থতাই সহজে কাবু করতে না পারে। তার জন্য সঠিক জীবনযাপন, নিয়মিত শরীরচর্চার পাশাপাশি রোজের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি খাবার।
মিষ্টি আলু
ভিটামিন, ফাইবার, পটাশিয়াম, সমৃদ্ধ মিষ্টি আলু রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রদাহ কমায়। শুধু গাজরে নয়, মিষ্টি আলুতেও আছে বিটা ক্যারোটিন। হৃদ্যন্ত্র ভাল রাখতে বিটা ক্যারোটিন প্রয়োজনীয়।