ভরপেট খাওয়াদাওয়া করার পর কিছুটা জল পান করার অভ্যাস আমাদের অনেকের মধ্যেই রয়েছে। তা ছাড়া অনেক সময় অভিভাবকেরাও বাচ্চাদের শেখান, খাবার খাওয়ার পর জল খেলে সেই খাদ্য তাড়াতাড়ি পৌঁছয় পাচনতন্ত্রে। অথচ বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। তাঁদের মতে, খাদ্য গ্রহণের অব্যবহিত পরেই জল পান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে।
বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদদের মতে, খাওয়ার সময় বা তার ঠিক আগে বা পরে জলে চুমুক দেওয়া ভাল নয়। কারণ আপনি যখন খাওয়ার আগে বা পরে খুব তাড়াতাড়ি জল পান করেন, তখন এটি আপনার হজমে অসুবিধা সৃষ্টি করে এবং দেহে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে তোলে।