Advertisement
১০ মে ২০২৪
Periods

Periods: ঋতুস্রাব শুরু হতে না হতেই বন্ধ? কী হতে পারে এর কারণ

স্বাস্থ্যে কোনও রকম সমস্যা থাকলে তার প্রভাব পড়ে ঋতুচক্রের উপরও। ঋতুস্রাব যদি অতিরিক্ত কম হয়, তবে বুঝতে হবে যে শরীরের অবস্থার দিকে জোর দিতে হবে। 

ঋতুস্রাব বলে দেয় কতটা সুস্থ রয়েছে শরীর।

ঋতুস্রাব বলে দেয় কতটা সুস্থ রয়েছে শরীর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ২০:৩২
Share: Save:

ঋতুস্রাব বলে দেয় কতটা সুস্থ রয়েছে শরীর। স্বাস্থ্যে কোনও রকম সমস্যা থাকলে তার প্রভাব পড়ে ঋতুচক্রের উপরও। সব নারীর শরীরের গঠন আলাদা। তাই তাঁদের ঋতুস্রাবের ধরনও আলাদা। কারও টানা সাত দিন ধরে ঋতুস্রাব হতে পারে। কারও বা থেমে যায় দু’দিনেই। কিন্তু ঋতুস্রাব যদি অতিরিক্ত কম হয়, তবে বুঝতে হবে যে শরীরের অবস্থার দিকে জোর দিতে হবে।

ঋতুস্রাব খুব কম হলে কয়েক ধরনের সমস্যার ইঙ্গিত দিতে পারে।

ঋতুস্রাব খুব কম হলে কয়েক ধরনের সমস্যার ইঙ্গিত দিতে পারে।

কী কারণে কম ঋতুস্রাব হতে পারে? কোন রোগের ইঙ্গিত দেয় অতি কম ঋতুস্রাব?

অনেকের ঋতুস্রাব বন্ধ হতে না চাইলে যেমন সংক্রামক রোগ কিংবা রক্তের কোনও সমস্যার কথা বলতে পারে, তেমনই কম ঋতুস্রাব হতে পারে অন্য কোনও সমস্যার নির্ধারক। ঋতুস্রাব খুব কম হলে কয়েক ধরনের সমস্যার ইঙ্গিত দিতে পারে। পিসিওএসের আশঙ্কা থেকেই যায়।

এমন ক্ষেত্রে দেখা যায় হয়তো দু’দিনেই বন্ধ হয়ে যাচ্ছে ঋতুস্রাব। অথবা একটি মাস ঋতুস্রাব হলই না। অনেকের আবার ঋতুস্রাব কম হয় যখন ঋতুবন্ধের সময় এগিয়ে আসে।
ঋতুবন্ধের সময় যত এগিয়ে আসে, ততই কমতে থাকে ঋতুস্রাব। এই সময়ে খুব কম ঋতুস্রাব হয়। কোনও কোনও মাসে আবার হয়ও না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Periods menstrual cycle woman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE