নতুন বছর মানেই সব কিছু নতুন করে শুরু করার উৎসাহ। ২০২৬ নিয়ে এর মধ্যেই সকলের মনে নানা প্রশ্ন আসা শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকেই নতুন বছরটা ভাল ভাবে কাটাতে চান। পুরনো সকল দুঃখ, রাগ ভুলে গিয়ে সব কিছু ভাল করে শুরু করার ইচ্ছা জাগে। কিন্তু সেই ইচ্ছা যে সকলের ক্ষেত্রে পূরণ হয় তা নয়। বাকি বছরগুলির মতো ২০২৬-এও যেমন নানা ভাল দিক থাকবে, তেমনই থাকবে কিছু খারাপ। তবে কোনটা বেশি থাকবে সেটি নির্ভর করছে আমাদের ভাগ্যের উপর। সেই দিক থেকে কিছু জন্মতারিখের ব্যক্তি অন্যদের ছাপিয়ে যাবেন। বিশেষ কিছু তারিখে জন্মানো ব্যক্তিদের ২০২৬ খুব ভাল কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। তালিকায় কোন কোন তারিখ রয়েছে দেখে নিন।
আরও পড়ুন:
কোন জন্মতারিখের ব্যক্তিদের ২০২৬ খুব ভাল কাটবে?
সংখ্যাতত্ত্বের মতে, প্রতিটি মানুষের জন্মতারিখের বিশেষ গুরুত্ব রয়েছে। সেই অনুযায়ী তাঁদের প্রকৃতি, ভবিষ্যৎ প্রভৃতি সম্বন্ধে নানা ধারণা দেওয়া যায়। সেই অনুযায়ী ২০২৬ বছরটি ১, ৫, ১০, ১১, ১৪, ২৩ ও ২৮ তারিখে জন্মানো জাতক-জাতিকাদের খুব ভাল কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই সকল তারিখে জন্মানো ব্যক্তিরা নানা দিক থেকে ভাল ফল পাবেন।
আরও পড়ুন:
কেমন ফল পাবেন?
- ২০২৬-এ এই সকল তারিখে জন্মানো ব্যক্তিদের বহু ইচ্ছা পূরণ হতে চলেছে। এত দিন ধরে আপনারা যে সব জিনিসের জন্য পরিশ্রম করে এসেছেন, নতুন বছর সেগুলি আপনারা পেয়ে যেতে পারেন। নিজের ক্ষমতার প্রতি আস্থা বজায় রেখে চলতে হবে। আপনাদের কোনও পরিশ্রমই বিফলে যাবে না।
- নতুন বছরে আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সেই কারণে যে কোনও কাজই সাহস নিয়ে, মনে কোনও সংশয় না এনে করতে পারবেন। এর ফলে কাজের মানও উন্নত হবে। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সুবিধা হবে। সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবেন।
আরও পড়ুন:
- এই সকল তারিখে জন্মানো ব্যক্তিদের ব্যক্তিত্বেও সুপরিবর্তন দেখা যাবে। আপনারা সকলের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও উন্নত হবে। ফলত কোনও জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হলেও, আপনারা সেকান থেকে সহজেই নিজেদের নিস্তার দিতে পারবেন।
- আপনাদের নেতৃত্ব দানের ক্ষমতা উন্নত হবে। সেটি অপরের চোখেও পড়বে। সেই কারণে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আপনার অধীনে আসতে পারে। পদোন্নতির যোগও দেখা যাচ্ছে। এর ফলে আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল হবে।
- সম্পর্কক্ষেত্রেও সুখে দিন কাটাতে পারবেন। যাঁদের জীবনে প্রেম নেই, তাঁরা মনের মানুষের সন্ধান পেতে পারেন। সম্পর্কের সমস্ত জট কেটে যাবে। দাম্পত্যজীবনে মাধুর্য বৃদ্ধি পাবে।