Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শনি গ্রহের মকরে সঞ্চারের ফলে কোন কোন রাশির ভাগ্য খুলবে, জেনে নিন

আগামী ৯ মাঘ ১৪২৬, শুক্রবার, ইংরেজি ২৪ জানুয়ারি, ২০২০, সকাল ৯টা ৫৬ মিনিটের পরে শনি গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে (বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে)। শনি গ্রহের এই গোচর কোন কোন রাশির জন্য শুভ ফলপ্রদ সেটা জানার আগে জেনে নিতে হবে, ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সর্বাঙ্গীন বিচার। তারপর আসবে দশান্তর্দশা বিচার।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ০০:০৫
Share: Save:

আগামী ৯ মাঘ ১৪২৬, শুক্রবার, ইংরেজি ২৪ জানুয়ারি, ২০২০, সকাল ৯টা ৫৬ মিনিটের পরে শনি গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে (বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে)।

শনি গ্রহের এই গোচর কোন কোন রাশির জন্য শুভ ফলপ্রদ সেটা জানার আগে জেনে নিতে হবে, ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সর্বাঙ্গীন বিচার। তারপর আসবে দশান্তর্দশা বিচার। সবশেষে গোচর। যদি জন্মকুণ্ডলী বা দশান্তর্দশা সমর্থন না করে, তবে শুভ বা অশুভ কোনও ফলই শুধুমাত্র গোচরের কারণে পাওয়া যাবে না।

যাই হোক, এ বার আসা যাক মূল প্রসঙ্গে। জেনে নেওয়া যাক এই গোচরে যে রাশিগুলির ভাগ্য ফিরতে পারে, তারা হল মেষ, সিংহ, বৃশ্চিক এবং মীন। কন্যা রাশির ক্ষেত্রেও এই গ্রহযোগ যথেষ্ট শুভ।

আরও পড়ুন: মানুষ চিনে নিন বুড়ো আঙুল দেখে

জেনে নিন উল্লেখিত রাশির জাতক কী রকম ফল পেতে পারেন:

১। মেষ রাশির ক্ষেত্রে ভাগ্যের আমূল শুভ পরিবর্তন হয়ে উন্নতির রাস্তা খুলে যাওয়া সম্ভব।

২। সিংহ রাশির জাতকের কর্মক্ষেত্রে, বিশেষ করে চাকরির ক্ষেত্রে উন্নতি বা শুভ পরিবর্তন সম্ভব।

৩। বৃশ্চিকের ক্ষেত্রে ধনলাভ, মামলায় জয় এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি বৃদ্ধির যোগ আছে।

৪। মীন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, প্রমোশন এবং আয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে।

৫। কন্যা রাশিরও ফল কিছুটা বৃশ্চিকেরই মতো।

যাঁদের রাশি ও লগ্ন উভয়ই এই পাঁচটি রাশির মধ্যে, তাঁরা সবচেয়ে ভাল ফল পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Capricorn Saturn Birth Chart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE