Advertisement
১৬ এপ্রিল ২০২৪

জন্মছক অনুযায়ী আপনার প্রেমের সম্পর্ক কেমন? কী বলছে নাড়ী জ্যোতিষ

নাড়ী জ্যোতিষ মতে প্রেম (বা বিবাহ বহির্ভূত প্রেম)-এর বিচার ধারা একটু স্বতন্ত্র ও বৈচিত্রময়। নাড়ী জ্যোতিষ মতে প্রেমের প্রধান কারক গ্রহ কিন্তু শুক্র নয়, বুধ। নিশ্চই অবাক হয়ে গেলেন। বিষয়টা ঠিক কেমন হয় জেনে নেওয়া যাক।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ০০:০৬
Share: Save:

নাড়ী জ্যোতিষ মতে প্রেম (বা বিবাহ বহির্ভূত প্রেম)-এর বিচার ধারা একটু স্বতন্ত্র ও বৈচিত্রময়। নাড়ী জ্যোতিষ মতে প্রেমের প্রধান কারক গ্রহ কিন্তু শুক্র নয়, বুধ। নিশ্চই অবাক হয়ে গেলেন। বিষয়টা ঠিক কেমন হয় জেনে নেওয়া যাক—

প্রেমের প্রথম সূচনা হয় বন্ধুত্ব থেকে। আর সেই বন্ধু কারক গ্রহ হল বুধ। প্রেম আসে অন্তরালে, গোপনে, আর গোপন মানেই কেতু।

তার মানে আপনার জন্মছকে বুধ এবং কেতু যদি কোনও না কোনও ভাবে যুক্ত হয়, বা একে অপরের থেকে ১, ৫, ৯ বা ৩, ৭, ১১ বা ২, ১২-তে থাকে, তা হলে কিন্ত আপনার জীবনে প্রেম আসবেই।

কিন্তু সমস্যা হল, বুঝব কেমন করে যে প্রেম আমার জীবনে এল? সেটা তার তরফ থেকে প্রকৃত প্রেম, মোহ, শারীরিক টান, টাইম পাস নাকি শুধু সুচতুর প্রতারণা?

আরও পড়ুন: নাড়ী জ্যোতিষ মতে কেমন হতে পারে আপনার কর্মক্ষেত্র

কিছু গ্রহগত যোগ বলে দিতে আপনার প্রেমের ধরন:

বুধ + কেতু:

১) বন্ধু বা বলা উচিত প্রকৃত বন্ধুর সংখ্যা কম।

২) বন্ধুর মাঝেই শত্রু লুকিয়ে আছে, সাবধান।

৩) জীবনে সত্যিকারের প্রেম আসবে।

বুধ + কেতু + শুক্র:

১) সত্যিকারের প্রেম এবং তা থেকে বিবাহ।

মঙ্গল + শুক্র:

১) অপরকে আকর্ষণ করার এক অদ্ভুত ক্ষমতা আপনার মধ্যে রয়েছে, বিশেষত আপনি যদি মহিলা হন তো বহু পুরুষই আপনাকে পাওয়ার জন্য পাগল হবে। ফলস্বরূপ বুঝতেই পারছেন এই প্রেম ৯৯ শতাংশ ক্ষেত্রে শারীরিক মোহ ছাড়া আর কিছুই নয়।

চন্দ্র + বুধ:

১) ইমোশনাল, কল্পনাপ্রবণ, রোম্যান্টিক, বার বার প্রেমে পড়া (তবে বুধ আগে এবং তারপরে যদি চন্দ্র থাকে তো জানবেন ইনি হিসাবি। মস্তিষ্ক খাটিয়ে প্রেম করছেন, হৃদয় দিয়ে নয়)।

২) খুব সামান্য বিষয়েই দ্রুত অপরকে ভাল লাগা।

৩) এই প্রেমে বদনাম অবশ্যাম্ভাবী. সাবধান হোন।

৪) বিবাহের পূর্বেই শারীরিক সম্পর্ক (এমনকি অন্তঃসত্ত্বা হয়ে যাওয়া নির্দেশ করে)।

শুক্র + রাহু:

১) জীবনে একাধিক প্রেম আসবেই।

২) ফ্লার্টিং নেচার, শারীরিক মোহ।

৩) একসঙ্গে একাধিক সম্পর্কে যুক্ত হওয়াও নির্দেশ করে। যদি এই যোগ থাকে, তা হলে এখনই সাবধান হন। না হলে আপনি ঠকতে চলেছেন।

এ ছাড়া আরও কিছু শুভ ও অশুভ সংযোগ নাড়ী জ্যোতিষে বর্ণিত আছে। তবে মনে রাখতে হবে, তাদের সঙ্গে শুভ বৃহস্পতি, রবি এবং শনির সংযোগে বাজে সংযোগের অশুভ প্রভাব অবশ্যই অনেকটাই কমবে।

ঋণস্বীকার: অভিজিৎ সাহা (শ্রীঅভিজিৎ)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nadi Astrology Love
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE