Advertisement
১৮ এপ্রিল ২০২৪

কোন রত্ন কোন দিনে কখন ধারণ করতে হয়?

সঠিক দিন, তিথি, নক্ষত্র যোগ মেনে রত্ন ধারণ করলে তবেই সঠিক কাজটা পাওয়া যায়। তবে এত কিছু মেনে গ্রহরত্ন ধারণ করা প্রায় অসম্ভব। তবে নির্দিষ্ট কিছু বার ও সময় মেনে অন্তত ধারণ করা দরকার।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ৩০ মে ২০১৮ ০০:০১
Share: Save:

সঠিক দিন, তিথি, নক্ষত্র যোগ মেনে রত্ন ধারণ করলে তবেই সঠিক কাজটা পাওয়া যায়। তবে এত কিছু মেনে গ্রহরত্ন ধারণ করা প্রায় অসম্ভব। তবে নির্দিষ্ট কিছু বার ও সময় মেনে অন্তত ধারণ করা দরকার। এখন দেখে নেওয়া যাক বিশেষ বিশেষ কিছু গ্রহরত্ন ধারণের বার ও সময় কি হওয়া উচিতঃ—

চুনি- চুনি রত্নটি ধারণ করতে হয় রবিবার সকাল আটটা থেকে দশটার মধ্যে।

মুক্তো- মুক্তো বা মুনস্টোন ধারণ করতে হয় পূর্ণিমাতে অথবা সোমবার, সকাল দশটা থেকে এগারোটার মধ্যে।

লাল পলা- লাল পলা ধারণ করতে হয় মঙ্গলবারে এগারোটা থেকে দুপুর একটার মধ্যে।

হলুদ পোখরাজ- হলুদ পোখরাজ ধারণ করতে হয় বৃহস্পতিবারে সকাল ছ’টা থেকে আটটার মধ্যে।

পান্না- পান্না ধারণ করতে হয় বুধবারে বিকেল চারটে থেকে ছ’টার মধ্যে।

হীরা- হীরা ধারণ করতে হয় শুক্রবার অথবা অমাবস্যায় ঠিক সূর্যাস্তের পরে।

নীলা- নীলা ধারণ করতে হয় শনিবার সন্ধ্যাবেলা।

বৈদুর্য- বৈদুর্য বা ক্যাটস আই ধারণ করতে হয় বৃহস্পতিবার সকাল ছ’টা থেকে আটটার মধ্যে।

গোমেদ- গোমেদ ধারণ করতে হয় বুধবারে বিকেল চারটে থেকে ছ’টার মধ্যে।

বিঃ দ্রঃ- আসল রত্ন ছাড়াও উপরত্নও একই সময় মেনে ধারণ করতে পারলে ভাল হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gemstone wear astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE