ধনতেরস কী এই বিষয়টা পরিষ্কার হলেই নিজেরাই ঠিক করে নিতে পারা যাবে ধনতেরসে কী কিনবেন, কেন কিনবেন এবং কখন কিনবেন। ধনতেরসের উৎপত্তি হয়েছে ধনত্রয়োদশী তিথি থেকে। তার মানে এই ত্রয়োদশী তিথিতেই কেনাকাটা করতে হবে। কী কিনব এবং কেন কিনব? ধনতেরস বা ধনত্রয়োদশী তিথি হল দেবী লক্ষ্মী এবং বৈদিক দেবতা ধন্বন্তরির জন্মতিথি। শাস্ত্রমতে, অমৃতের সন্ধানে এই ত্রয়োদশী তিথিতে দেবাসুর সমুদ্রমন্থনে গিয়েছিলেন। সমুদ্রমন্থনে ধনরত্ন-সহ দেবী লক্ষ্মী এবং অমৃত পাত্র-সহ দেবতাদের চিকিৎসক বৈদিক দেবতা ধন্বন্তরির জন্ম হয়। দেবী লক্ষ্মীর জন্মতিথিতে লক্ষ্মী ঘরে আনার প্রয়াসেই এই ধনতেরস তিথিতে কেনাকাটির প্রচলন রয়েছে।
আরও পড়ুন:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–
ত্রয়োদশী আরম্ভ–
বাংলা– ১ কার্তিক, শনিবার।
ইংরেজি– ১৮ অক্টোবর, শনিবার।
সময়– দুপুর ১২টা ২১ মিনিট।
অমৃতযোগ- ভোর ৬টা ২৪ মিনিটের মধ্যে। পুনরায় ৭টা ১০ মিনিট গতে ৯টা ২৭ মিনিটের মধ্যে। পুনরায় ১১টা ৪৫ মিনিট গতে ২টো ৪৭ মিনিটের মধ্যে। পুনরায় ৩টে ৩৩ মিনিট গতে অস্তাবধি। পুনরায় রাত ১২টা ৩৯ মিনিট হইতে ২টো ১৮ মিনিট পর্যন্ত।
ত্রয়োদশী শেষ-
বাংলা– ২ কার্তিক, রবিবার।
ইংরেজি– ১৯ অক্টোবর, রবিবার।
সময়– দুপুর ১টা ৫২ মিনিট।
অমৃতযোগ- ভোর ৬টা ২৫ মিনিট থেকে ৮টা ৪১ মিনিট পর্যন্ত। পুনরায় ১১টা ৪৫ মিনিট থেকে ২টো ৪৭ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন:
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে-
ত্রয়োদশী আরম্ভ–
বাংলা– ৩১ আশ্বিন, শনিবার।
ইংরেজি– ১৮ অক্টোবর, শনিবার।
সময়– দুপুর ১টা ১৯ মিনিট ৩৫ সেকেন্ড।
অমৃতযোগ- ভোর ৬টা ২৩ মিনিট ২৫ সেকেন্ডের মধ্যে। পুনরায় ৭টা ৯ মিনিট ১৯ সেকেন্ড গতে ৯টা ২৬ মিনিট ৫৮ সেকেন্ডের মধ্যে। পুনরায় ১১টা ৪৪ মিনিট ৩৮ সেকেন্ড গতে ২টো ৪৮ মিনিট ১১ সেকেন্ডের মধ্যে। পুনরায় ৩টে ৩৪ মিনিট ৪ সেকেন্ড গতে ৫টা ৫ মিনিট ৫১ সেকেন্ডের মধ্যে। পুনরায় রাত ১২টা ৩৬ মিনিট ৫২ সেকেন্ড গতে ২টো ১৭ মিনিট ৫ সেকেন্ডের মধ্যে।
ত্রয়োদশী শেষ-
বাংলা– ১ কার্তিক, রবিবার।
ইংরেজি– ১৯ অক্টোবর, রবিবার।
সময়– দুপুর ১টা ৫২ মিনিট ৩৯ সেকেন্ড।
অমৃতযোগ- ভোর ৬টা ২৩ মিনিট ৫০ সেকেন্ড থেকে ৮টা ৪১ মিনিট ১৩ সেকেন্ডের মধ্যে। পুনরায় ১১টা ৪৪ মিনিট ২৪ সেকেন্ড থেকে ২টো ৪৭ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত।
আরও পড়ুন:
ধনতেরসে ত্রয়োদশী তিথি থাকাকালীন যে কোনও সময়ই শখের জিনিস কেনা যেতে পারে। তবে অমৃতযোগ দেখে কিনলে বেশি ভাল ফলপ্রাপ্তি ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়। দেবী লক্ষ্মী প্রসন্ন হন। দু’হাত ভরে আশীর্বাদ করেন। ভাগ্যের লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অর্থভাগ্যও উন্নত হয়।