অশুভ শক্তি আমাদের ঘাড়ে যেখান-সেখান থেকে চাপতে পারে। জীবনে সেটির প্রবেশ সম্বন্ধে প্রাথমিক ভাবে আমরা হয়তো কিছু টেরও পাব না। যখন গিয়ে সেটির আভাস বুঝতে পারব, তত দিনে অনেক ক্ষতি হয়ে যাবে। তাই সতর্ক থাকাই বাঞ্ছনীয়। রাস্তায় অন্যমনস্ক ভাবে চলাফেরার সময় আমরা অনেক কিছুর উপরই ভুল করে পা দিয়ে ফেলি। কিন্তু এই কাজটি করার ফলে আমাদেরই ক্ষতি হয়। রাস্তায় এমন নানা জিনিস পড়ে থাকে যেগুলি পাড়ালে আমাদের মধ্যে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে। সেগুলি কী কী জেনে নিন।
আরও পড়ুন:
কোন কোন জিনিসে পা দেওয়া যাবে না?
লেবু-লঙ্কা: রাস্তার মাঝে প্রায়শই লেবু-লঙ্কা পড়ে থাকতে দেখা যায়। অনেকেই ভুলবশত সেটিতে পাড়া দিয়ে ফেলেন, অথবা দু’চাকা-চারচাকা নিয়ে যাওয়ার সময় সেটির উপর দিয়ে চলে যান। উভয় ক্ষেত্রেই এই কাজটি করা উচিত নয়। এমনকি সেটিকে ডিঙানোও উচিত নয়। ব্যবসার জায়গাকে অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা করার উদ্দেশে লেবু-লঙ্কা ঝোলানো হয়। সেই লেবু-লঙ্কা শুকিয়ে যাওয়ার পর সেটিকে যত্রতত্র ফেলে দেওয়া হয়। এর থেকে ধরে নেওয়া যায় যে সেটিতে নেগেটিভ শক্তি রয়েছে। তাই রাস্তায় পড়ে থাকা লেবু-লঙ্কাতে পা দিতে নেই।
চুলের গোছা: রাস্তাঘাটে হামেশাই চুলের গোছা পড়ে থাকতে দেখা যায়। এতে পা দেওয়া অত্যন্ত অশুভ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, চুলের গোছার উপর রাহুর কোপ থাকে। সেই চুলের গোছায় পা দিয়ে আপনি রাহুর কোপের শিকার হবেন। চুলের গোছা কখনও ডিঙিয়ে যেতে নেই। এমনকি স্পর্শ করা থেকেও বিরত থাকা উচিত। এটি না মেনে চললে জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে।
পুজোর সামগ্রী: রাস্তায় অনেক সময় পুজোর নানা সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। ভুলেও সেগুলি উপর পা দেবেন না। এমনকি সেগুলি ডিঙানো থেকেও বিরত থাকবেন। সেগুলিকে পাড়ালে ভগবান অসন্তুষ্ট হতে পারেন। জীবনের উপর কালো ছায়া নেমে আসতে পারে।
আরও পড়ুন:
খাদ্যসামগ্রী: রাস্তাঘাটে খাদ্যসামগ্রী পড়ে থাকলে সেটিতে কখনও পা দেবেন না। খাবার মা লক্ষ্মীর দান, তাই সেটিতে কখনও পা দিতে নেই। এ ছাড়াও, আমাদের হিন্দু বিশ্বাস মতে, বিশেষ বিশেষ দিনে আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশে খাবার নিবেদন করি। সেই খাবারও রাস্তাঘাটে পড়ে থাকতে পারে। তাতে পা দিলেও আখেরে আমাদেরই ক্ষতি হবে। পিতৃপুরুষেরা অসন্তুষ্ট হবেন।
আরও পড়ুন:
পোড়া কাঠ: পথে চলাফেরা করার সময় পোড়া কাঠ বা ভস্ম পড়ে থাকতে দেখলে সেটিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। এর উপর পা দিলে বা সেটিকে ডিঙোলে আপনি নেগেটিভ শক্তির শিকার হতে পারেন বলে মনে করা হয়। এর ফলে জীবনে নানা দিক থেকে সমস্যা দেখা দেবে।
মৃত পশু: চলার পথে কোনও মৃত পশু পড়ে থাকতে দেখলে তা থেকে দূরে সরে যান। ভুলেও সেটিকে স্পর্শ করবেন না। এমন কিছু দেখলেই দিক পরিবর্তন করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও পরিস্থিতিতেই মৃত পশুকে ডিঙিয়ে বা তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাবেন না। কোনও পশুর মৃত শরীর ডিঙিয়ে গেলে জীবনে নেগেটিভ শক্তি প্রবেশ করে, যা আপনার জীবনে কুপ্রভাব বিস্তার করতে পারে।