নীলা একাগ্রতা বৃদ্ধি করতে পারে। প্রতীকী ছবি।
শনি সৌরমণ্ডলের ষষ্ঠ গ্রহ এবং দ্বিতীয় বৃহৎ গ্রহ। শনি সূর্যের চারদিকে পরিভ্রমণ করতে ১০,৭৫৯ দিন সময় লাগে। অর্থাৎ, ২৯ বছরের কিছু বেশি সময়। এই হিসাবে রাশিচক্র পরিভ্রমণ করতে (মেষ হইতে মীন রাশি পর্যন্ত) ওই একই সময়ে অর্থাৎ, ২৯ বৎসরের কিছু বেশি (প্রায় ৩০ বৎসর) অর্থাৎ, এক এক রাশিতে সময় নেয় কম-বেশি আড়াই বৎসর।
জ্যোতিষশাস্ত্র মতে শনি পরম যোগী, পরম ত্যাগী, পরম পবিত্র, পরিশ্রমী, শৃঙ্খলা, ন্যায়পরায়ণ এবং ন্যায়বিচারক গ্রহ। শনি মারক গ্রহ নহে। মানুষের মনস্তত্ব এবং বিবেক জাগরণকারী গ্রহ শনি।
যোগ, সাধনা, আধিভৌতিক বিষয়ের উপর প্রভাব শনির। লোহা, তেল, যন্ত্রপাতি সংক্রান্ত ব্যবসার উপর শনির প্রভাব।
শনির রত্ন নীলা। নীলার আপেক্ষিক গুরুত্ব ৪.০৬, কাঠিন্য ৯।
নীলা মস্তিস্ক এবং উদর পীড়ার উপর প্রভাব ফেলতে পারে। গ্যাসটিক, অভ্যন্তরীণ ঘা বা ক্ষত, স্নায়ুর সমস্যা, পক্ষাঘাত ইত্যাদি রোগের চিকিৎসাই কার্যকর। নীলা একাগ্রতা বৃদ্ধি করতে পারে।
বৃষ, তুলা, মকর, কুম্ভ রাশির ক্ষেত্রে নীলা খুবই শুভ ফল দায়ী।
নীলার বিকল্প— এমিথিস্ত, ফিরোজা ইত্যাদি (নীলার তিন গুন পরিমাণ ধারণ করা উচিত)।নীলার সহিত চুনি, লাল প্রবাল এবং মুক্তো ধারণ করা উচিত নহে।
কখন নীলা ধারণ করা উচিত— শনিবার অথবা পুষ্যা, উত্তর ভাদ্রপদ নক্ষেত্রের সকালে শোধন করে নীলা ধারণ করা উচিত।
নীলা ধারণের জন্য রুপো ব্যবহার করা উচিত। নীলা মধ্যামায় ধারন করা উচিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy