আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে ঠাকুর দর্শন করি এবং ঠাকুরের কাছে মনের বাসনা জানাই। সকালবেলা ঠাকুরের সামনে দিনটা যেন ভাল কাটে এবং পরিবারের সকলের জন্য মঙ্গল কামনা করি। ঠাকুরের কাছে নিজের সঙ্গে সঙ্গে সকলের জন্য প্রার্থনা করতে হয়, তবেই নিজে ভাল থাকা যায়। জ্যোতিষশাস্ত্র মতে আমরা যদি প্রতি দিন সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের সামনে পাঁচটি কথা উচ্চারণ করতে পারি তা হলে খুব ভাল ফল পাওয়া যাবে। এই পাঁচটি কথা বললে আমাদের জীবন বদলে যেতে বেশি সময় লাগে না।
আরও পড়ুন:
কোন পাঁচটা শব্দ সকালে ঘুম থেকে উঠেই বলতে হবে?
১) প্রথমে বলতে হবে আপনি খুবই ভাগ্যশালী।
২) আপনার চারদিক থেকে সফলতা প্রাপ্তি হচ্ছে।
৩) আপনার সুখ-সমৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
৪) আপনার সঙ্গে সব সময় কিছু ভাল এবং মঙ্গলময় হচ্ছে।
৫) ঈশ্বরের কৃপা আপনাকে জীবনে সফল হতে সাহায্য করছে।
আরও পড়ুন:
এই কথাগুলো উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের মনের এবং প্রাণের যে শুভ কামনা তা সারা ব্রহ্মাণ্ডের কাছে ছড়িয়ে দিই। এর ফলে আমাদের জীবনে যে নেগেটিভিটি রয়েছে তা ধীরে ধীরে পজ়িটিভ শক্তিতে পরিণত হয়। যার ফলে আমাদের জীবনে যা কিছু খারাপ বা অশুভ তা নষ্ট হয়ে যায়, শুভ ফল প্রদান করে এবং আমাদের জীবন বদলে যায়।